Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

কেকেআরের নজরে থাকা প্লেয়ারকে কি দলে নিতে চলেছে চেন্নাই?

 

Chennai-Super-Kings

সমকালীন প্রতিবেদন : আইপিএলের ছোট নিলাম বসতে আর মাত্র কয়েক দিন বাকি। ১৬ ডিসেম্বর আবু ধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামকে সামনে রেখে ইতিমধ্যেই রণকৌশল সাজাতে ব্যস্ত সব কটি দলের ম্যানেজমেন্ট। সব দলেরই নজরে রয়েছে কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার, যাঁদের জন্য বিড-যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা প্রবল। এর মধ্যেই চেন্নাই সুপার কিংসের এক সোশ্যাল মিডিয়া ভিডিও ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে, যা নাকি মাথাব্যথা বাড়িয়ে দিতে পারে কলকাতা নাইট রাইডার্সের।

কেকেআর যে ক্যামেরন গ্রিনকে দলে নিতে আগ্রহী, তা ক্রিকেট মহলে নতুন নয়। আন্দ্রে রাসেলের জায়গায় বিস্ফোরক অলরাউন্ডার খুঁজছেন কেকেআর কর্তৃপক্ষ, আর সেই জায়গায় অস্ট্রেলিয়ার গ্রিনই তাঁদের প্রথম পছন্দ। কিন্তু একই ক্রিকেটারকে নজরে রেখেছে সিএসকেও– এমন ইঙ্গিত মিলেছে তাঁদের প্রকাশিত ভিডিও থেকেই।

ভিডিয়োয় দেখা যায়, চেন্নাইয়ের জনপ্রিয় ম্যাসকট ‘লিয়ো’ বাজার করতে বেরিয়েছে। সে প্রথমে কাশ্মীরের আপেল কেনে– যা ইঙ্গিত দিচ্ছে জম্মু-কাশ্মীরের কোনও ক্রিকেটারকে নেওয়ার দিকে। এরপর তামিলনাড়ুর পরিচিত খাবার তুলে নেয়– ইঙ্গিত, রাজ্যের কোনও ক্রিকেটারকে দলে যুক্ত করার পরিকল্পনা থাকতে পারে। তারপর লিয়ো কেনে ‘কিউয়ি’ ফল, যা দেখে সমর্থকদের ধারণা– নিউজিল্যান্ডের কাউকে দলে অন্তর্ভুক্ত করতে পারে সিএসকে।

কিন্তু আসল চর্চার জন্ম দিয়েছে ভিডিওর অন্য একটি অংশ। যে দোকানে সবুজ শাকসবজি ও সবুজ লঙ্কা বিক্রি হচ্ছিল– যা ‘গ্রিন’-এর প্রতীক বলেই ধরে নিচ্ছেন অনেকেই– সেই দোকানের দিকেই তাকায়নি লিয়ো। ফলে ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, চেন্নাই বুঝিয়ে দিতে চায় গ্রিন তাঁদের পরিকল্পনায় নেই। তবে বিশেষজ্ঞদের মতে, এটাই হতে পারে সিএসকের ‘মাইন্ড গেম’। ইচ্ছাকৃত উদাসীনতা দেখিয়ে অন্য দলগুলোকে বিভ্রান্ত করার চেষ্টা, যাতে নিলাম টেবিলের আগে তাঁরা প্রকৃত লক্ষ্য অনুমান করতে না পারে।

চেন্নাইয়ের হাতে নিলামে থাকবে ৪৩ কোটি ৪০ লাখ টাকা। অন্যদিকে, কেকেআর প্রবেশ করছে আরও শক্তিশালী অর্থবল নিয়ে– ৬৪ কোটি ৩০ লাখ। বাজেটের নিরিখে কেকেআর এগিয়ে থাকলেও, প্রয়োজন হলে গ্রিনের জন্য আর্থিক লড়াইয়ে নামতে চেন্নাই পিছপা হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। 

সিএসকের উদ্দেশ্য একটাই, দলের ভারসাম্য ফেরানো। বিশেষ করে রবীন্দ্র জাডেজার অনুপস্থিতির শূন্যস্থান পূরণে গ্রিনের মতো বহুমুখী ক্রিকেটারকে তাঁরা অত্যন্তই কার্যকর ভাবছেন। সে কারণে নিলামের দিন গ্রিনকে নিয়ে বিড-যুদ্ধ যে উত্তেজনার কেন্দ্রে থাকবে, তা প্রায় নিশ্চিত। এখন দেখার, আবু ধাবির নিলাম টেবিলে শেষ হাসি কারা হাসে– চেন্নাই, না কলকাতা।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন