সমকালীন প্রতিবেদন : উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে বিজেপির আয়োজিত ‘পরিবর্তন সভা’-য় বিস্ফোরক মন্তব্য করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বৃহস্পতিবার সন্ধ্যার ওই পথসভা থেকে তিনি পুলিশ ও তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে উত্তাল আলোচনা।
সভামঞ্চে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশে বিধায়কের মন্তব্য, “পুলিশ যদি তৃণমূলের কথা শুনে গরিব মানুষের ওপর অন্যায় করতে যায়, যদি চরাও হয়, তাহলে আপনারা জোটবদ্ধ হয়ে চ্যালাকাঠ ধরে পেটাবেন।” তাঁর দাবি, প্রশাসনের একাংশ শাসকদলের হয়ে কাজ করছে এবং সেই ‘দালালি’ তিনি বরদাস্ত করবেন না। স্বপন মজুমদারের আরও হুঁশিয়ারি, “পরিবর্তন সামনে। যারা পুলিশ থেকে দালালি করছে, তাদের খাল খিচে এনে ছাড়বো আমরা।”
তৃণমূলকে লক্ষ্য করেও আক্রমণ করেন তিনি। বলেন, “তৃণমূলের গুন্ডারা ভাবছে পুলিশ বাবা বাঁচাবে। পুলিশ কিছুই বাঁচাতে পারবে না। আগামী দিনে বদল হবেই। যারা অনৈতিক কাজে জড়িত, তাদের বদলার মুখোমুখি হতে হবে।”
বিজেপির এই সভা ঘিরে এলাকায় উত্তেজনা বাড়তে শুরু করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটপূর্ব পরিবেশে এমন মন্তব্য আরও বিভাজন ও সংঘাতের আবহ তৈরি করতে পারে। এব্যাপারে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাসের বক্তব্য, 'স্বপন মজুমদারের মতো মানুষেরা অন্ধকারের জীব। নিজেদের হাইলাইট করতে এরা এই ধরনের অসামাজিক কথা বলার প্রতিযোগিতায় নামেন।'






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন