সমকালীন প্রতিবেদন : নতুন বছরের শুরু থেকেই পূর্ব রেলের শিয়ালদা ও হাওড়া ডিভিশনে কার্যকর হতে চলেছে সংশোধিত ট্রেনের সময়সূচি। মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার থেকে শুরু করে লোকাল– একাধিক ট্রেনের চলাচলের সময়ে পরিবর্তন আনা হয়েছে। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, ১ জানুয়ারি থেকেই এই নতুন টাইম টেবিল চালু হবে। মূল লক্ষ্য, ট্রেন পরিষেবায় সময়ানুবর্তিতা বাড়ানো এবং যাত্রার সময় কমিয়ে ভবিষ্যতে আরও বেশি ট্রেন চালানোর সুযোগ তৈরি করা।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু সময়সূচি বদল নয়, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে একাধিক লোকাল ও মেমু ট্রেনের যাত্রাপথও বাড়ানো হয়েছে। নতুন বছর থেকে ছয় জোড়া হাওড়া–আরামবাগ–হাওড়া ইএমইউ লোকাল আরামবাগের পরিবর্তে গোঘাট পর্যন্ত চলবে। পাশাপাশি, দুই জোড়া হাওড়া–তারকেশ্বর–হাওড়া ইএমইউ লোকাল এবার গোঘাটে থামবে।
এছাড়াও চার জোড়া তারকেশ্বর–আরামবাগ–তারকেশ্বর ইএমইউ লোকাল-এর যাত্রাও গোঘাট পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। শিয়ালদা শাখায় একটি শিয়ালদা–রানাঘাট ইএমইউ লোকাল নতুন বছর থেকে শান্তিপুর পর্যন্ত চলবে। বিবাদি বাগ–ব্যারাকপুর ইএমইউ লোকালের যাত্রাপথ বাড়িয়ে কল্যাণী পর্যন্ত করা হয়েছে। একইভাবে, ব্যারাকপুর–শিয়ালদা ইএমইউ লোকালও এবার কল্যাণী পর্যন্ত চলবে। বর্ধমান–তিনপাহাড় রুটের দু’টি মেমু ট্রেন সাহিবগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে।
পূর্ব রেল আরও জানিয়েছে, মোট ছয়টি ট্রেনের চলাচলের দিনেও পরিবর্তন আনা হয়েছে। হাসনাবাদ–বারাসত–হাসনাবাদ রুটের ইএমইউ লোকাল আগে সপ্তাহে ছয় দিন চললেও নতুন সময়সূচি অনুযায়ী এগুলি এবার থেকে প্রতিদিন চলবে। অন্যদিকে, শিয়ালদা–ব্যারাকপুর–শিয়ালদা রুটের ইএমইউ লোকাল এবং ব্যারাকপুর–বিবাদি বাগ রুটের ইএমইউ লোকাল প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে ছয় দিন চলবে। এছাড়া শিয়ালদা–বনগাঁ শাখার ট্রেনের ক্ষেত্রেও বেশ কয়েকটির সময় বদল করা হয়েছে।
রেল সূত্রে খবর, সামগ্রিকভাবে ৪৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন এবং ২০৩টি ইএমইউ, মেমু, ডেমু ও প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতে সংশোধন করা হয়েছে। পূর্ব রেল কর্তৃপক্ষের আশা, এই পরিবর্তনের ফলে যাত্রী পরিষেবা আরও উন্নত হবে এবং ট্রেন চলাচলে সময়ানুবর্তিতা বাড়বে।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন