সমকালীন প্রতিবেদন : বনগাঁ স্টেশন চত্বরে তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রুপো উদ্ধার করল বনগাঁ জিআরপি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া রুপোর ওজন প্রায় ১০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ টাকা। বেআইনি রুপো পাচারের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
রেল পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সঞ্জিব পাল। তাঁর বাড়ি বনগাঁর শক্তিগড় এলাকায়। শুক্রবার গভীর রাতে বনগাঁ স্টেশনে নিয়মিত তল্লাশির সময় জিআরপির নজরে আসে এক ব্যক্তি। তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশকর্মীরা। পরে তার পিঠব্যাগ তল্লাশি করে ১০ কেজি রুপোর বল উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় উদ্ধার হওয়া রুপোর কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সঞ্জিব পাল। সেই কারণেই রুপোসহ তাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া রুপো বাংলাদেশ থেকে পাচার হয়ে বনগাঁয় আনা হয়েছিল। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার সকালে ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে তিন দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়, যাতে জেরার মাধ্যমে পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের সম্পর্কে তথ্য পাওয়া যায়।
এই ঘটনার পর সীমান্ত লাগোয়া এলাকায় চোরাচালান নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে। বনগাঁ জিআরপি জানিয়েছে, রুপো পাচারের নেপথ্যে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা জানতে তদন্ত আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি স্টেশন এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানানো হয়েছে।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন