Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

মাঠে বসে মাত্র ১০০ টাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ মিলবে

  

T20-World-Cup

সমকালীন প্রতিবেদন : ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সাধারণের আরও কাছে পৌঁছে দিতে নজিরবিহীন সিদ্ধান্ত নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। প্রথম ধাপের টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই জানানো হয়েছে, ভারতে বিশ্বকাপের ম্যাচের টিকিট মিলবে মাত্র ১০০ টাকা থেকে। ক্রিকেটপ্রেমীদের রীতিমতো চমকে দিয়েছে এই ঘোষণা। আইসিসি জানায়, ফেজ ওয়ানে ২০ লক্ষেরও বেশি স্বল্পমূল্যের টিকিট পাওয়া যাবে।

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নেবে ২০টি দল, আর মোট ম্যাচ হবে ৫৫টি। এবার ‘হাইব্রিড মডেল’ অনুযায়ী দুই দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে ম্যাচ সূচি। ভারত পাচ্ছে পাঁচটি ভেন্যু, শ্রীলঙ্কা তিনটি। ফাইনাল হবে ৮ মার্চ। 

উদ্বোধনী দিনেই থাকছে উত্তেজনা। কলম্বোয় পাকিস্তান-নেদারল্যান্ডস এবং ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ম্যাচ, আর মুম্বইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও যুক্তরাষ্ট্র। প্রথম দিনেই ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে মাঠে দেখতে পাওয়া যাবে, যা টুর্নামেন্টের প্রতি দেশ-বিদেশের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

টিকিটের দাম নিয়ে আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে টিকিট শুরু ১০০ টাকা থেকে এবং শ্রীলঙ্কায় ১০০০ রুপি থেকে (যা ভারতীয় মূল্যে প্রায় ২৯২ টাকা)। সংস্থার সিইও সংযোগ গুপ্ত বলেন, “এই টুর্নামেন্টকে সবার জন্য সহজলভ্য করাই আমাদের লক্ষ্য। যাতে বিশ্বের যে কোনও প্রান্তের সমর্থকও কম খরচে মাঠে গিয়ে বিশ্বমানের খেলা উপভোগ করতে পারেন।” তাঁর দাবি, ক্রিকেটকে ‘উৎসব’ হিসেবে দেখার সুযোগ করে দিতেই এই সাশ্রয়ী মূল্য নির্ধারণ।

বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর কথায়, “এত সস্তায় টিকিট মিললে আরও বেশি সমর্থক স্টেডিয়ামে এসে দুর্দান্ত ম্যাচের সাক্ষী থাকতে পারবেন।” ক্রিকেট ভক্তদের সুবিধার জন্য আইসিসি ঘোষণা করেছে, টিকিট কেনা যাবে শুধুমাত্র ‘tickets.cricketworldcup.com’-এই ওয়েবসাইটে গিয়ে। প্রথম ধাপের বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে।

ক্রিকেট যেখানে ভারতবর্ষে প্রায় ধর্মসম, সেখানে মাত্র ১০০ টাকার টিকিট প্রাপ্যতা নিঃসন্দেহে বাড়িয়ে তুলবে দর্শকদের অংশগ্রহণ। ইতিমধ্যেই ধারণা করা হচ্ছে, ভারতের ম্যাচগুলোতে স্টেডিয়াম হাউসফুল হওয়া নেহাতই সময়ের অপেক্ষা। বিশ্বকাপের আগে দেশ ও দেশের বাইরের ক্রিকেটভক্তদের উত্তেজনা যে আকাশছোঁয়া, তা আর বলার অপেক্ষা রাখে না।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন