Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বিশ্বকাপ শেষে ক্রিকেটপ্রেমীদের চোখ এখন মহিলাদের আইপিএলে

 

Womens-IPL

সমকালীন প্রতিবেদন : মহিলাদের একদিনের বিশ্বকাপের পর এবার ক্রিকেটপ্রেমীদের চোখ মহিলাদের আইপিএলের দিকে। চলতি মাসেই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বড় নিলাম, তার আগে বুধবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল ক্রিকেটার ধরে রাখার শেষ দিন হিসেবে। বিশ্বকাপে যাঁরা নজর কেড়েছেন, তাঁদের দিকে এখন তাকিয়ে সমস্ত দল। কেউ ধরে রাখা হবে, কেউ আবার ছাড়া হলে নিলামে তাঁদের ঘিরে চলবে তীব্র প্রতিযোগিতা।

এক্ষেত্রে সাত জন তারকা ক্রিকেটারের উপর ফোকাস রয়েছে।

আমনজ্যোৎ কৌর (মুম্বই ইন্ডিয়ান্স): গত মরসুমে মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন, কিন্তু সুযোগ পেয়েছিলেন খুব কম। তবে বিশ্বকাপে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাই মুম্বই তাঁকে ধরে রাখবে বলেই মনে করা হচ্ছে।

শ্রী চরণী (দিল্লি ক্যাপিটালস): দিল্লির হয়ে গত মরসুমে খেলেছিলেন মাত্র দুটি ম্যাচ, তবুও দুর্দান্ত পারফরম্যান্সে জায়গা পেয়েছিলেন বিশ্বকাপ দলে। সেখানেই নিয়েছেন ১৪ উইকেট। এবারে তিনি দিল্লির মূল ভারতীয় স্পিনারের জায়গা নিতে পারেন। যদি দিল্লি তাঁকে ছেড়ে দেয়, তাহলে নিলামে তাঁকে নিয়ে লড়াই অনিবার্য।

অ্যানাবেল সাদারল্যান্ড (দিল্লি ক্যাপিটালস): অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার বিশ্বকাপে দীপ্তি শর্মার পর সর্বাধিক উইকেট নিয়েছেন। বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটেও অবদান রেখেছেন। তাই দিল্লি ক্যাপিটালস তাঁকে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে বলেই ধারণা।

মারিজান কাপ (দিল্লি ক্যাপিটালস): দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ অলরাউন্ডার কাপও ছিলেন দুর্দান্ত ফর্মে। ব্যাট-বল দু’দিকেই ছাপ ফেলেছেন। তবে সমস্যা হচ্ছে, সাদারল্যান্ড ও কাপ— দুজনেই একই দলে। দিল্লি কি দুই তারকাকে একসঙ্গে ধরে রাখতে পারবে? 

নাদিন ডি ক্লার্ক (মুম্বই ইন্ডিয়ান্স): গত বছর মুম্বইয়ের দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। কিন্তু বিশ্বকাপে তিনটি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে একাই জিতিয়েছেন। তাঁকে কি এবার ধরে রাখবে মুম্বই? যদি ছেড়ে দেয়, তাহলে তাঁর জন্য বিডিং যুদ্ধ নিশ্চিত।

লরা উলভার্ট (গুজরাত জায়ান্টস): একদিন ও টি২০ মিলিয়ে গত তিনটি বিশ্বকাপে সর্বাধিক রানের মালকিন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। অথচ গত আইপিএলে গুজরাতের হয়ে খেলেছিলেন মাত্র তিনটি ম্যাচ। এ বার গুজরাত তাঁকে অধিনায়কের দায়িত্বও দিতে পারে বলে সূত্রের খবর।

অ্যাশলি গার্ডনার (গুজরাত জায়ান্টস): গত মরসুমে গুজরাত জায়ান্টসের অধিনায়ক ছিলেন এবং ব্যাটে-বলে দায়িত্ব সামলেছেন দারুণভাবে। বিশ্বকাপেও তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তবে এবার প্রশ্ন– গুজরাত কি তাঁকেই অধিনায়ক রাখবে, না উলভার্টের উপর ভরসা রাখবে?

বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্সের পর অনেক ক্রিকেটারই এবার আইপিএল নিলামের মঞ্চে মূল আকর্ষণ হয়ে উঠেছেন। তাই কারা থাকবেন নিজের দলে, আর কারা নতুন জার্সি গায়ে মাঠে নামবেন, সেই দিকেই তাকিয়ে ক্রিকেট দুনিয়া।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন