সমকালীন প্রতিবেদন : চলচ্চিত্র উৎসব মানেই তারকার ভিড়, আলো–ঝলকানি আর সিনেমার আবহ। সেই ঐতিহ্য বজায় রেখে বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে উদ্বোধন হল ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, যিনি নিজে হাতে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করলেন দুই বর্ষীয়ান শিল্পী– গায়িকা আরতি মুখোপাধ্যায় ও অভিনেতা-রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহাকে।
তিন দশক পেরিয়ে এ বার ৩১ বছরে পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী পর্বে মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গানে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর দল। উৎসবের মঞ্চে একসঙ্গে দেখা গেল বাংলা ও বলিউডের শিল্পীদের। মুম্বই থেকে বিশেষভাবে উড়ে এসেছিলেন আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষ ও পরিচালক রমেশ সিপ্পি।
এ বছর ‘শোলে’-র ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমেশ সিপ্পি। তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান মুখ্যমন্ত্রী। নিজের বক্তব্যে মমতা ব্যানার্জী বলেন, “গৌতমদা ফিল্ম কমিটির চেয়ারম্যান হিসেবে ব্যক্তিগত শোক নিয়েও দায়িত্ব পালন করেছেন। তাঁকে ধন্যবাদ জানাই। বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদেরও কৃতজ্ঞতা জানাই।”
বাংলা গানের আকাশে অমর কণ্ঠস্বরের অধিকারী আরতি মুখোপাধ্যায়কে সম্মান জানানোর মুহূর্তে স্টেডিয়ামে হাততালির ঝড় ওঠে। ষাট ও সত্তরের দশকে বাংলা সিনেমার প্রায় প্রতিটি জনপ্রিয় নায়িকার নেপথ্য কণ্ঠস্বর ছিলেন তিনি— ‘এই মোম জোছনায়’, ‘যদি আকাশ হত আঁখি’, ‘আমি মিস ক্যালকাটা’-র মতো গান আজও বাঙালির স্মৃতিতে অমলিন।
উদ্বোধনী আসরে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, রাজ চক্রবর্তী, পাওলি দাম, অরিন্দম শীল, শুভাশিস মুখোপাধ্যায়সহ বাংলা চলচ্চিত্র জগতের বহু তারকা। গৌতম ঘোষ ‘কিফ’-এর চেয়ারম্যান হিসেবে বিশ্ব সিনেমায় বাংলার ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জুন মালিয়া ও পরমব্রত চট্টোপাধ্যায়। ‘থালি গার্ল’-এর ভূমিকায় নজর কাড়লেন টেলি-অভিনেত্রী তিয়াশা লেপচা।
সপ্তাহব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্বাচিত ছবি। বাংলা চলচ্চিত্রের সমৃদ্ধ ঐতিহ্য ও আন্তর্জাতিক মঞ্চে তার অবস্থানকে আরও উজ্জ্বল করতেই আয়োজন করা হয়েছে এবারের উৎসবের।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন