Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দল ঘোষণা

 

Test-series-team

সমকালীন প্রতিবেদন : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করল ভারত। চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলার তারকা পেসার মহম্মদ শামি। তিনি দলে ফিরবেন কি না, তা নিয়েই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত নির্বাচক কমিটি, প্রধান নির্বাচক অজিত আগরকরের নেতৃত্বে, শামিকে জায়গা দিল না। আরও একবার দলের বাইরে রইলেন অভিজ্ঞ এই পেসার। বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণও সুযোগ পেলেন না। তবে একই রাজ্যের পেসার আকাশদীপ সিং ও উইকেটকিপার ঋষভ পন্থ ফিরলেন টেস্ট স্কোয়াডে।

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন পন্থ। সফল অস্ত্রোপচারের পর তিনি পুরোপুরি ফিট হয়ে উঠেছেন। সেই কারণেই নির্বাচকদের আস্থা ফিরে পেয়েছেন। তাঁর প্রত্যাবর্তনে বাদ পড়েছেন নারায়ণ জগদীশন। অন্যদিকে, চোট সারিয়ে ফিরে আসা আকাশদীপ জায়গা করে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে। ফলে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তুলনায় দলে হয়েছে মাত্র দুটি পরিবর্তন।

শামির অনুপস্থিতি কিন্তু বড় প্রশ্ন তুলে দিয়েছে। অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণার সময় আগরকর জানিয়েছিলেন, শামির ফিটনেস নিয়ে নিশ্চিত তথ্য তাঁদের কাছে নেই। পাল্টা শামি বলেছিলেন, নির্বাচকরা তাঁর সঙ্গে যোগাযোগই করেননি। সেই বিতর্কের পর শামি দু’টি রঞ্জি ম্যাচে ১৫ উইকেট নেন, যা দেখে অনেকে মনে করেছিলেন, জাতীয় দলে ফেরা সময়ের অপেক্ষা মাত্র। 

কিন্তু ত্রিপুরার বিরুদ্ধে পরের ম্যাচে ২৫ ওভার বল করেও কোনও উইকেট না পাওয়ায় তাঁর ভাগ্য ফেরেনি। নির্বাচকদের মনোভাব থেকে স্পষ্ট– অন্তত আপাতত টেস্ট বা সাদা বলের ক্রিকেট, কোনও ফরম্যাটেই শামিকে ভাবা হচ্ছে না। একইভাবে উপেক্ষিত অভিমন্যু ঈশ্বরণ। বিকল্প ওপেনার হিসেবে ঈশ্বরণের সুযোগ ক্রমশ কমছে। মিডল অর্ডারে শুভমন, দেবদত্ত পাড়িক্কল ও ধ্রুব জুরেলদের উপস্থিতিতে বাদ পড়েছেন সরফরাজ খানও।

বোলিং আক্রমণে আগরকর কমিটি রেখেছেন তিনজন বিশেষজ্ঞ পেসার, এক পেসার-অলরাউন্ডার, এক বিশেষজ্ঞ স্পিনার এবং তিনজন স্পিনার-অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হবে ১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে, আর দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে ২২ নভেম্বর থেকে শুরু হবে।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টেস্ট দল এইরকম :

শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশদীপ।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন