সমকালীন প্রতিবেদন : মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি! শনিবার সকালেই কলকাতার হাওয়ায় মিলেছে শীতের ছোঁয়া। রবিবার তা আরও কিছুটা বেসি করে অনুভূত হল। হালকা ঠান্ডা বাতাসে ভোরের দিকে পাখা বন্ধ করতে হচ্ছে, অনেকেরই গায়ে উঠছে চাদর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে আরও নামবে তাপমাত্রা।
শনিবার থেকেই কার্যত শীতের শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। এদিন বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা নেমেছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে— যা শুক্রবারের তুলনায় প্রায় ৪ ডিগ্রি কম। দার্জিলিংয়ে নেমেছে ১১.২ ডিগ্রিতে, আর দুই–তিন দিনের মধ্যেই সেখানকার পারদ দশের নিচে নামতে পারে বলে আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে।
সোম ও মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রির কাছাকাছি, বুধবার থেকে শুক্রবার তা আরও নেমে ১৮ ডিগ্রির আশপাশে পৌঁছবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৮ ডিগ্রি। আপাতত বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই কলকাতা বা দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পশ্চিমাঞ্চলের পুরুলিয়া ও বীরভূমে ইতিমধ্যেই পারদ পতন বেশ স্পষ্ট— গত চার দিনে পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে প্রায় ৮ ডিগ্রি। আগামী দিনে সেখানকার তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামার সম্ভাবনা। রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা আপাতত ৩০ ডিগ্রির নিচে থাকবে, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৫ থেকে ৮৪ শতাংশের মধ্যে।
উত্তরবঙ্গে অবশ্য চিত্র কিছুটা ভিন্ন। রবিবার ও সোমবার দার্জিলিংয়ে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের অন্য কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে পাহাড়ি এলাকায় সকালের দিকে কুয়াশার দাপট বাড়বে, আগামী দুই–তিন দিনে আরও ঘন হতে পারে হিমেল কুয়াশার পর্দা।







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন