Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

বনগাঁয় কাউন্সিলরের লজে আগুন, দমকলের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল

 

Fire-in-lodge

সমকালীন প্রতিবেদন : বনগাঁ থানার দত্তপাড়া এলাকায় শনিবার রাতে আগুন লাগল একটি বহুতল লজে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। জানা গিয়েছে, আগুন লাগে মা বাসন্তী লজে, যার মালিক বনগাঁ পুরসভার কাউন্সিলর অভিজিৎ কাপুড়িয়া। তবে দমকলের তৎপরতায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে লজটি।

অভিজিৎ কাপুড়িয়া জানান, এলাকায় হঠাৎ হাই ভোল্টেজের কারণে লজের বৈদ্যুতিক সার্কিটে শর্ট সার্কিট ঘটে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা ভবন। তবে স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, আগুনের উৎস ছিল লজের ইলেকট্রিক সার্কিট। সময়মতো আগুন নেভানো সম্ভব হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণও সীমিত রাখা গেছে। ঘটনার সময় লজে থাকা অতিথিদের নিরাপদে বাইরে বের করে আনা হয়।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। আগুনে বড়সড় ক্ষতি না হলেও, কীভাবে এই বৈদ্যুতিক ত্রুটি ঘটল তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ প্রশাসন। ঘটনায় বনগাঁ জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন