সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই মুম্বইয়ে অনুষ্ঠিত তাদের বার্ষিক সাধারণ সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে অন্যতম হল আইপিএল-সংক্রান্ত নতুন নিয়ম, যা নিয়ে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। বোর্ড জানিয়েছে, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেটাররা ভবিষ্যতে আইপিএলে খেলতে পারবেন কেবলমাত্র যদি তাঁরা অন্তত একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন।
এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়তে পারেন বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্র-র মতো তরুণ প্রতিভারা। দু’জনেই এখনও ১৯ বছর পূর্ণ করেননি, কিন্তু গত মরসুমে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কেড়েছিলেন। নতুন নিয়ম কার্যকর হলে তাঁদের মতো খেলোয়াড়দের আইপিএল খেলার পথে বাধা আসতে পারে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল তরুণ ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেটে আরও অভিজ্ঞতা অর্জনে উৎসাহিত করা, যাতে তাঁরা আরও পরিণত হয়ে আইপিএলের মতো ক্রিকেটে প্রবেশ করতে পারেন। তবে অনেকের মতে, এটি অত্যন্ত প্রতিভাবান কিশোর ক্রিকেটারদের জন্য বড় ধাক্কা হতে পারে। এদিনই বোর্ড ঘোষণা করেছে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরপি সিং ও প্রজ্ঞান ওঝা-কে অন্তর্ভুক্ত করা হয়েছে সিনিয়র পুরুষ নির্বাচক কমিটিতে।
বর্তমানে নির্বাচক কমিটির নেতৃত্বে রয়েছেন অজিত আগারকর। প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৮২টি ম্যাচে ১২৪টি উইকেট নিয়েছেন, যার মধ্যে রয়েছে ১৪টি টেস্ট, ৫৮টি ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়া ২০১৬-১৭ মরসুমে গুজরাটের রঞ্জি ট্রফি জয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
অন্যদিকে, দক্ষিণ অঞ্চল থেকে নির্বাচক হিসাবে নিযুক্ত হয়েছেন প্রজ্ঞান ওঝা। প্রাক্তন বাঁ-হাতি এই স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে ১৪৪টি উইকেট নিয়েছেন, যার মধ্যে ১১৩টি এসেছে টেস্টে। মহিলা নির্বাচক কমিটির নেতৃত্বে আনা হয়েছে প্রাক্তন ক্রিকেটার অমিতা শর্মা-কে। কমিটিতে আরও রয়েছেন সুলক্ষণা নায়েক, শ্যামা দে, জয়া শর্মা ও শ্রাবন্তী নাইডু।
তাঁদের দায়িত্ব হবে উইমেন্স প্রিমিয়ার লিগ ও আন্তর্জাতিক মহিলা ক্রিকেটের দল নির্বাচনের তত্ত্বাবধান করা। বিসিসিআই গত মাসেই দুটি জাতীয় নির্বাচক পদের জন্য আবেদন আহ্বান করেছিল। আবেদন করেছিলেন প্রাক্তন পেসার প্রবীণ কুমার, আশিস উইনস্টন জাইদি ও হিমাচলের শক্তি সিং। তাঁদের মধ্য থেকে আরপি সিং ও প্রজ্ঞান ওঝার অভিজ্ঞতাকেই শেষ পর্যন্ত প্রাধান্য দিয়েছে বোর্ড।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন