Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ধর্মেন্দ্র, স্থিতিশীল অবস্থায় বাড়িতে চিকিৎসা চলবে

 

Stable-Dharmendra

সমকালীন প্রতিবেদন : ‌ স্বস্তির খবর ভক্তদের জন্য। হাসপাতালে ভর্তি হওয়ার পর অবশেষে বাড়ি ফিরেছেন বলিউডের ‘হিম্যান’ ধর্মেন্দ্র। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে কয়েকদিন ভর্তি থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থতার পথে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এখন থেকে বাড়িতেই চলবে তাঁর চিকিৎসা ও বিশ্রাম।

ধর্মেন্দ্রর টিমের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেতা চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং নিয়ম মেনে চিকিৎসা চলছে। একই সঙ্গে তাঁদের অনুরোধ, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে যেন কোনওরকম ভুয়ো খবর না ছড়ানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, “ধর্মেন্দ্রজির ও তাঁর পরিবারের প্রতি যেন সকলেই সম্মান ও গোপনীয়তা বজায় রাখেন।”

উল্লেখ্য, গত ১০ নভেম্বর অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয় ধর্মেন্দ্রকে। খবর ছড়াতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে গোটা বলিউডে। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর ভুয়ো খবরও ছড়িয়ে পড়ে, যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন তাঁর স্ত্রী ও অভিনেত্রী হেমা মালিনী।

হেমা এক্স (X) হ্যান্ডেলে লেখেন, “যা ঘটছে তা একেবারেই ক্ষমার অযোগ্য। দায়িত্বশীল সংবাদমাধ্যম কীভাবে একজন জীবিত ও চিকিৎসাধীন ব্যক্তিকে মৃত বলে প্রচার করতে পারে? এটা সম্পূর্ণ অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। এই কঠিন সময়ে আমাদের পরিবারের প্রতি দয়া করে সম্মান বজায় রাখুন এবং আমাদের একান্তে থাকতে দিন।”

বর্তমানে ধর্মেন্দ্র সুস্থ হয়ে বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, পর্যাপ্ত বিশ্রাম ও নিয়মিত চিকিৎসা নিলে খুব শিগগিরই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন