সমকালীন প্রতিবেদন : এবার দিওয়ালিতে জলের মোমে ঘর সাজান। আসছে আলোর উৎসব দিওয়ালি। সামান্য একটা কাচের বাটি থাকলেই, এলইডি ভুলে যাবেন আপনি। আর ওই টুনিলাইট জ্বালানোর ক্রেজটাই চলে যাবে এটা জানার পর, যে কাচের বাটি বা গ্লাস আর জল দিয়েই বানিয়ে ফেলা যায় মোমবাতি! কি অবাক হয়ে গেলেন তো? একটা দুর্দান্ত উপায় থাকবে আজকের প্রতিবেদনে আপনাদের জন্য, যাতে দিওয়ালির অন্দরসজ্জায় আপনি রাখতে পারবেন আপনার ভাবনার ইউনিক ছোঁয়া।
কি কি লাগবে আর কিভাবে বানাবেন সেটা বলবো। সারাদিন সময় লাগবে না। মাত্র ৫ মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন আপনি এই জলের মোমবাতি। তাও আবার রংবেরঙের। যা দিয়ে আপনি ঘরের যে কোন কোণা থেকে শুরু করে সেন্টার টেবিল, ডাইনিং টেবিল এমনকি ব্যালকনিও সাজাতে পারবেন নিজের মনের মতো করে। অথচ গুচ্ছগুচ্ছ টাকাও খরচ করতে হবে না আপনাকে।
শুধু লাগবে কাচের গ্লাস বা বাটি। আর জল, তেল, রং। ব্যাস, তাহলে এবার বানানো শুরু করে দিন। বাড়িতে বিভিন্ন ডিজাইনের এবং নানান মাপের কাচের গ্লাস থাকে। তেমনই একটা কাচের গ্লাস বা বাটি নিয়ে অর্ধেকের বেশি জল দিয়ে ভর্তি করুন। এবার আপনার পছন্দের যে কোনও রং নিয়ে সেই জলে গুলে দিন। সুন্দর দেখানোর জন্য জলে খানিকটা স্পার্কেল, চুমকি বা মতিও দিতে পারেন। এবার গ্লাসে জলের উপরি ভাগে দু’টেবিল চামচ তেল দিয়ে দিন।
এ ক্ষেত্রে যে কোনও তেল ব্যবহার করতে পারেন আপনি। ব্যাস রেডি। এবার একটা মোটা প্লাস্টিকের শিট থেকে গোল করে একটি অংশ কেটে নিন। সেই গোল প্লাস্টিকের অংশের ঠিক মাঝখানে ছিদ্র করে প্রদীপের গোল সলতে নিয়ে সেই ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিন। সলতে সমেত প্লাস্টিকের টুকরোটা এবার তেলের উপর বসিয়ে দিন। তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে ঘরোয়া মোমবাতি।
উল্লেখ্য, কালীপুজো বা দিওয়ালির আগে বাজারে মোমবতি কিনতে গেলে মধ্যবিত্তর গায়ে ছেঁকা লাগে। বাজারে মোমবাতির সাজে যত বদল এসেছে, ততই বেড়েছে দাম। লাড্ডু থেকে কাজু বরফি সব রকমের মোমবাতি বিক্রি হচ্ছে এবারেও। কিন্তু দাম আকাশছোঁয়া। পাশাপাশি সাবেকি প্রদীপ, মোমবাতিও রয়েছে। সেসবের দামও কম নয়। তাই এবার এইসব ছেড়ে, শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতেই নামমাত্র খরচে মোমবাতি বানিয়ে ফেলুন চটজলদি। নানা রঙের, নানা মাপের মোমবাতি দিয়ে ঘর সাজালে অন্দরসজ্জার ভোলটাই যেন পাল্টে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন