সমকালীন প্রতিবেদন : আন্তর্জাতিক ক্রিকেটের দুই ফরম্যাট—টেস্ট ও টি-২০ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তবে এখনও পর্যন্ত ওয়ানডে ফরম্যাট ও আইপিএল-এ খেলছেন তিনি। ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে তাঁকে মাঠে দেখা যাবে। কিন্তু এই সিরিজ শুরুর আগেই ক্রিকেট দুনিয়ায় নতুন এক জল্পনার সৃষ্টি হয়েছে— বিরাট কোহলি কি তবে আইপিএল থেকেও অবসর নিতে চলেছেন?
এক ক্রিকেট সাংবাদিকের প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, কোহলি সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র সঙ্গে যুক্ত এক স্পনসর সংস্থার ব্র্যান্ড প্রোমোশন চুক্তি নবীকরণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। সূত্রের দাবি, আগামী মরশুমে ওই সংস্থার সঙ্গে চুক্তি বাড়ানোর প্রস্তাব দিলেও কোহলি সই করতে অস্বীকার করেন।
এই ঘটনাতেই জল্পনা আরও জোরদার হয়েছে যে, হয়তো তিনি আইপিএল থেকেও সরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। ওই সাংবাদিক তাঁর প্রতিবেদনে লেখেন, “২০২৬ আইপিএল শুরুর আগে বিরাটের কোনও না কোনও ব্র্যান্ডের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করার কথা ছিল। কিন্তু তিনি আপাতত এই চুক্তি বাড়াতে আগ্রহী নন। ফলে আরসিবি-র সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।”
২০০৮ সালে আইপিএলের সূচনালগ্ন থেকেই আরসিবি দলে রয়েছেন বিরাট কোহলি। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পর গত মরশুমে অবশেষে আরসিবি আইপিএল শিরোপা জেতে। সেই ঐতিহাসিক জয়ের সাক্ষী ছিলেন কোহলি নিজেও। তবে বিজয়োৎসবের সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা— পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জন সমর্থকের।
এহেন পরিস্থিতিতেই চুক্তি নবীকরণে অনীহা প্রকাশ করেছেন কোহলি। সূত্রের খবর, বহু বছর ধরে আরসিবির সঙ্গে যুক্ত একটি সংস্থার বিজ্ঞাপন মুখ ছিলেন বিরাট। সংস্থাটি চেয়েছিল, আগামী আইপিএলেও তিনি তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকুন। কিন্তু বিরাট তাঁদের প্রতিটি প্রস্তাবই নাকচ করেছেন।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে— ১৮ বছরের সম্পর্ক কি তবে শেষের পথে? বিরাট কি এবার আইপিএল থেকেও অবসর ঘোষণা করবেন? কোহলির ঘনিষ্ঠ মহলের মতে, অধরা ট্রফি জয়ের পর তিনি হয়তো আইপিএল কেরিয়ারকে সুন্দর সমাপ্তি টানতে চান। অন্যদিকে, সাম্প্রতিক টেস্ট অবসরের ঘটনাও ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।
ক্রিকেট মহলের অনেকেই মনে করেন, আরও তিন-চার বছর সহজেই লাল বলের ক্রিকেট খেলতে পারতেন কোহলি। যদিও বিরাট কোহলি বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ক্রিকেটমহলের একাংশের মতে, কোহলি যদি সত্যিই আইপিএল থেকে সরে দাঁড়ান, তবে তা হবে ভারতীয় ক্রিকেটের এক যুগের অবসান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন