Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

সংবাদ মাধ্যমের কাছে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন সূর্যকুমার যাদব

 

Suryakumar-Yadav

সমকালীন প্রতিবেদন : ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজের আগেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করে দিলেন। তাঁর বক্তব্যে একদিকে যেমন স্পষ্ট ফুটে উঠেছে অবসরের ইঙ্গিত, তেমনই উঠে এসেছে নতুন লক্ষ্যের কথাও।

সম্প্রতি এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার এখন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে ব্যস্ত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন তিনি। তবে তার আগেই তিনি জানিয়ে দিলেন, ক্রিকেটজীবনের আগামী অধ্যায়ে তিনি শুধুমাত্র সাদা বলের ক্রিকেটেই মনোনিবেশ করতে চান। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সূর্য বলেছেন, “আমার বয়স এখন প্রায় ৩৫। মনে হয়, আগামী তিন থেকে চার বছর যদি সাদা বলের ক্রিকেটে পুরো মনোযোগ দিই, তাহলে আমার এবং দলের জন্য সেটাই সবচেয়ে ভালো হবে। এতে আমি আরও ফিট থাকতে পারব, দলের উপকারেও আসবে।”

তিনি আরও যোগ করেন, “২০২৮ সালের অলিম্পিক্স এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চাই। সেই লক্ষ্যেই এখন থেকে পরিকল্পনা করছি। ৩৭-৩৮ বছর বয়সে ফিটনেস ধরে রাখা সহজ নয়, কিন্তু আমি সচেতনভাবে চেষ্টা চালিয়ে যাব।” লাল বলের ক্রিকেটে তেমন সুযোগ না পাওয়ায় তিনি ধীরে ধীরে সেই ফরম্যাট থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন সূর্য কুমার। যদিও সরাসরি অবসরের কথা না বললেও তাঁর বক্তব্যের মধ্যেই উঠে এসেছে লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সঙ্কেত।

এদিকে, ক্রিকেটের বাইরের জীবনের কথাও খুলে বলেছেন সূর্য। তাঁর কথায়, “ক্রিকেট না খেললে অবশ্যই ব্যবসা করতাম। আমার ধারণা, ব্যবসা করলে ক্রিকেটের থেকে তিন-চার গুণ বেশি রোজগার করতে পারতাম।” স্ত্রী দেবিশা শেখরও ব্যবসায়ী পরিবারের মেয়ে। তাঁদের আলাপের পর থেকেই সূর্যর মনে ব্যবসা করার ভাবনা জেগেছিল। ক্রিকেটজীবন শেষ হওয়ার পরই সেই পথে হাঁটার কথা ভাববেন বলে জানিয়েছেন ভারতের এই ব্যাটার।

বর্তমানে সূর্যের লক্ষ্য একটাই — দেশের হয়ে আরও কয়েক বছর সাদা বলের ক্রিকেট খেলে সফলতা অর্জন করা। ২০২৮ সালের অলিম্পিক্স ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া তাঁর প্রধান স্বপ্ন। তাই এখন থেকেই তিনি ফিটনেস এবং ফর্ম ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন।

সব মিলিয়ে, অস্ট্রেলিয়া সফরের আগে সূর্যকুমার যাদবের এই বক্তব্যে যেমন ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট হয়েছে, তেমনই উঠে এসেছে তাঁর ক্রিকেটপ্রেম, পেশাদার মনোভাব এবং বাস্তব চিন্তাধারা। ভারতীয় ক্রিকেটের এই উজ্জ্বল তারকা আপাতত সাদা বলের মঞ্চেই নিজের আলো ছড়িয়ে যেতে চান।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন