সমকালীন প্রতিবেদন : দীর্ঘ চোট-পর্ব পেরিয়ে অবশেষে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ। অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা না পেলেও চলতি অক্টোবরের শেষ সপ্তাহেই তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যেতে পারে। সব কিছু ঠিক থাকলে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে মাঠে নামবেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক।
ইংল্যান্ড সফরের সময় মারাত্মক চোট পান বাঁহাতি এই ব্যাটার। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট চলাকালীন ক্রিস ওকসের একটি বল তাঁর ডান পায়ের পাতায় সোজা আঘাত হানে। তবু সাহসিকতার সঙ্গে পরের দিনও ব্যাট করতে নেমে অর্ধশত রান করেন পন্থ, যার ফলে মেটাটারসেল হাড়ের চিড় আরও গুরুতর হয়ে ওঠে। এরপর লন্ডনে তাঁর অস্ত্রোপচারও হয়। সেই থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন তিনি।
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং অস্ট্রেলিয়া সফরের দল থেকে ছিটকে যান পন্থ। তবে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, পুনর্বাসনের শেষ পর্যায়ে রয়েছেন তিনি এবং দ্রুতই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবের মধ্য দিয়ে যাচ্ছেন পন্থ।
বোর্ড সূত্রে বলা হয়েছে, ‘‘এই সপ্তাহেই ঋষভের পায়ের অবস্থা খতিয়ে দেখা হবে। সব ঠিক থাকলে ১০ অক্টোবরের মধ্যেই তাঁকে ম্যাচ খেলার ছাড়পত্র দেওয়া হতে পারে।’’
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পন্থ দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলিকে জানিয়েছেন, মেডিক্যাল টিমের অনুমোদন পেলে তিনি ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফির ম্যাচগুলোতে খেলতে প্রস্তুত থাকবেন।
ওই সংগঠনের এক কর্তা জানিয়েছেন, ‘‘প্রথম রঞ্জি ম্যাচ ১৫ অক্টোবর শুরু হলেও পন্থের পক্ষে তাতে খেলা কঠিন। তবে অনুমতি পেলে তিনি পরবর্তী ম্যাচ থেকে দলে ফিরবেন এবং অধিনায়কের দায়িত্বও নিতে পারেন।’’
সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে নভেম্বরের শুরুতে পন্থ অন্তত দুটি রঞ্জি ম্যাচ খেলতে পারবেন। যা ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের আগে তাঁর জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হয়ে উঠতে পারে।
প্রসঙ্গত, ভারতের হয়ে একাধিক স্মরণীয় ইনিংস খেলা এই উইকেটরক্ষক-ব্যাটারের প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। বোর্ডের চিকিৎসকরা কোনও ঝুঁকি না নিয়েই ধাপে ধাপে তাঁকে ম্যাচ ফিট করে তুলতে চাইছেন। সব কিছু ঠিকঠাক থাকলে, প্রায় চার মাস পর ফের ২২ গজে দেখা যেতে পারে ঋষভ পন্থকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন