Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কেকেআরের প্রধান কোচ হিসেবে যোগ দিতে পারেন অভিষেক নায়ার

 

KKR-head-coach

সমকালীন প্রতিবেদন : কলকাতা নাইট রাইডার্সে বড়সড় পরিবর্তনের হাওয়া বইছে। শোনা যাচ্ছে, আগামী মরশুমে দলের প্রধান কোচের পদে দেখা যেতে পারে অভিষেক নায়ারকে। যদিও দলের তরফে এখনও সরকারি ঘোষণা হয়নি, তবুও ক্রিকেট মহলে জোর জল্পনা— চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গা নিচ্ছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। 

অভিষেক নায়ার দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ পরামর্শদাতা ও মেন্টর হিসেবে পরিচিত নাম। তিনি ভারতীয় জাতীয় দলের প্রাক্তন সহকারী কোচও। গত আইপিএল মরশুম চলাকালীন ভারতীয় দল ছাড়ার পর মাঝপথেই কেকেআর শিবিরে সহকারী কোচ হিসেবে যোগ দেন নায়ার। এবার সেই দায়িত্ব আরও এক ধাপ এগিয়ে প্রধান কোচ হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় দলের কোচিং ইউনিটে অভিষেক নায়ার ছিলেন অন্যতম আস্থাভাজন সদস্য। তবে বিসিসিআইয়ের সাম্প্রতিক পর্যালোচনা বৈঠকের পর সাপোর্ট স্টাফদের চুক্তি বাতিল হয়, সেই তালিকায় ছিলেন তিনিও। এরপরই তিনি মহিলাদের প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন জন লুইসের পরিবর্তে। 

নায়ারের ক্রিকেটজীবন যতই সংক্ষিপ্ত হোক, কোচ হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য। বহু ভারতীয় ক্রিকেটারের ব্যক্তিগত মেন্টর হিসেবে তিনি তাঁদের কেরিয়ার ঘুরিয়ে দিতে সাহায্য করেছেন। দীনেশ কার্তিকের কেরিয়ারে নতুন জীবন ফিরিয়ে আনার পেছনে নায়ারের ভূমিকা ছিল অনন্য। রোহিত শর্মার ফিটনেস এবং মানসিক দৃঢ়তা গঠনের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

কে.এল. রাহুলও প্রকাশ্যে স্বীকার করেছেন, হোয়াইট-বল ক্রিকেটে নিজের উন্নতির পিছনে বড় ভূমিকা ছিল নায়ারের। আইপিএলের গত মরশুমে কেকেআরের পারফরম্যান্স প্রত্যাশামতো হয়নি। শাহরুখ খানের দল প্লে-অফে পৌঁছতে ব্যর্থ হয়। তাই আগামী মরশুমে নতুন কোচের নেতৃত্বে দলের ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধছেন সমর্থকরা। 

অভিষেক নায়ার নিজের পুরনো দলে ফিরে আসা প্রসঙ্গে একবার বলেছিলেন, “কেকেআর আমার কাছে পরিবারের মতো। এখানে ফিরে আসা সবসময়ই এক বিশেষ অনুভূতি। আমি যত দ্রুত আবার এই দলে ফিরেছি, সেটাই প্রমাণ করে এই দলের সঙ্গে আমার সম্পর্ক কতটা গভীর।”

তাঁর এই উক্তিই যেন এখন বাস্তব হয়ে উঠতে চলেছে। আগামী মরশুমে চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় হেড কোচের আসনে বসলে কেকেআর শিবিরে এক নতুন যুগের সূচনা হতে পারে, এমনই মত ক্রিকেট মহলের।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন