সমকালীন প্রতিবেদন : এক ম্যাচ বাকি থাকতেই অজিভূমিতে সিরিজ হারের লজ্জায় ডুবল টিম ইন্ডিয়া। শুভমন গিলের ওয়ানডে অধিনায়কত্বের সূচনাই হল পরাজয়ের মাধ্যমে। পার্থের মতোই অ্যাডিলেডেও ভারতীয় ব্যাটিং ব্যর্থতা চোখে পড়ল। প্রথমে ব্যাট করে ২৬৪ রানে থামল ভারত, যা হাসতে হাসতেই তাড়া করে জিতে নিল অস্ট্রেলিয়া। এই ম্যাচে ভারতকে ২ উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার অ্যাডিলেডে টস হারেন গিল— টানা ১৭তম বার। ফলে আবারও আগে ব্যাট করতে হয় ভারতকে। অ্যাডিলেডের পিচ ব্যাটিং সহায়ক হলেও বৃষ্টির কারণে ভেজা উইকেট হয়ে ওঠে মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের স্বপ্নের মঞ্চ। শুরু থেকেই বল সুইং করছিল, যার ফলেই চাপে পড়ে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ধৈর্য ধরে ইনিংস গড়ার চেষ্টা করেন, কিন্তু অন্যপ্রান্তে ৯ রানেই ব্যর্থ শুভমন গিল। পার্থের পর অ্যাডিলেডেও ব্যর্থ বিরাট কোহলি— ফের শূন্য রানে ফিরলেন তিনি।
রোহিত শর্মা ৯৭ বলে ৭৩ রানের ইনিংস খেলে দীর্ঘ বিরতির পর ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন। শ্রেয়স আইয়ারের ৬১ ও অক্ষর প্যাটেলের ৪৪ রান কিছুটা লড়াইয়ের পরিবেশ তৈরি করে। তবে মাঝের ওভারে অ্যাডাম জাম্পার ৪ উইকেট এবং জেভিয়ার বার্টলেটের ৩ উইকেট-এর স্পিন-পেস জুটির সামনে ভারতীয় ব্যাটিং ভেঙে পড়ে। শেষদিকে হর্ষিত রানা ও অর্শদীপ সিং-এর নবম উইকেট জুটি ভারতকে ২৬৪ রানে পৌঁছে দেয়। তবে কোহলির ব্যাট থেকে রান না আসায় হতাশ ক্রিকেটমহল। প্রিয় মাঠ অ্যাডিলেডেই ফের ব্যর্থ ‘কিং কোহলি’।
২৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা মোটেও সহজ ছিল না অস্ট্রেলিয়ার। ৫৪ রানের মধ্যেই ফেরেন দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড। কিন্তু এর পর ৭৪ রান করে ম্যাচ ঘুরিয়ে দেন ম্যাথিউ শর্ট, ম্যাট রেনশ ও তরুণ কুপার কোনোলি। ভারতের ক্যাচিং ব্যর্থতা, বিশেষ করে সিরাজের ফেলা ক্যাচ, ম্যাচের গতিপথ বদলে দেয়।
মাঝের ওভারে উইকেট তোলার অক্ষমতাই ভারতের পরাজয়ের মূল কারণ বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। কুলদীপ যাদবের অনুপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। শুভমন গিলও পরে স্বীকার করেন— “এই দলে উইকেট টেকার বোলারের অভাব প্রকট।”
ভারতের এই সিরিজ হারের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে ওয়ানডে দলে বিরাট কোহলির জায়গা কি আগের মতো অটুট থাকবে? অন্যদিকে, রোহিতের রানে ফেরা নির্বাচকদের কাছে নতুন ভাবনার দিক খুলে দিতে পারে। শুভমন গিলের নেতৃত্বে নতুন যুগের সূচনা হওয়ার কথা ছিল, কিন্তু শুরুই হল এক গা ছমছমে পরাজয়ে। এখন দেখার, শনিবার সিডনির নিয়মরক্ষার ম্যাচে ভারত নিজেদের সম্মান বাঁচাতে পারে কি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন