Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১ অক্টোবর, ২০২৫

টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর বড় সিদ্ধান্ত শ্রেয়সের!

 

Retirement-of-Shreyas

সমকালীন প্রতিবেদন : বছরদু'য়েক আগে অস্ত্রোপচার হয়েছিল পিঠে৷ তা সত্ত্বেও ফের পিঠের ব্যথা ভোগাচ্ছে মাঝেমধ্যেই৷ পিঠের সমস্যার সঙ্গে মোকাবিলা করতে গত রঞ্জি মরশুমের মাঝে ছোট্ট বিরতি নিয়েছিলেন তিনি৷ এবার সমস্যা খানিক বড় হয়ে দেখা দেওয়ায় বড় সিদ্ধান্ত নিলেন শ্রেয়স আইয়ার৷ গত মঙ্গলবার অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট শুরুর আগে শিবির ছেড়েছিলেন ভারতীয়-এ দলের অধিনায়ক৷ 

পরে জানা যায়, টেস্ট এবং প্রথম শ্রেণির ক্রিকেট থেকে বিরতি চেয়ে বোর্ডকে চিঠি লিখেছেন তিনি৷ বৃহস্পতিবার তাঁর সাময়িক বিরতি নেওয়ার খবরে সিলমোহর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণার পরেই শ্রেয়সের বিষয়টি নিশ্চিত করা হয় বোর্ডের তরফে৷ যেখানে বলা হয়েছে ছ'মাসের জন্য লাল-বলের ক্রিকেট খেলবেন না শ্রেয়স৷

বিরতিতে না-গেলে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হয়তো টেস্ট স্কোয়াডের তালিকায় দেখা যেত তাঁর নাম৷ করুণ নায়ারকে সরিয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতের স্কোয়াডে ফিরেছেন দেবদত্ত পাডিক্কল৷ তাঁর জায়গায় ফিট থাকলে সেই সুযোগটা শ্রেয়স পেতেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

উল্লেখ্য, ইংল্যান্ড সফরে বাদ পড়ার পর চলতি এশিয়া কাপেও শ্রেয়সকে দলে নেওয়া হয়নি। মিডল অর্ডারের এই তারকা তিন সংস্করণেই দলের এক গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার কঠোর পরিশ্রম করছেন। শ্রেয়স ইতিমধ্যেই ভারতের ওডিআই সংস্করণে বড় নাম। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে বিরাট ভূমিকা ছিল শ্রেয়সের। 

ওডিআই-তে জায়গা পাকা করলেও শ্রেয়স বাকি দুই সংস্করণে নির্বাচনের ক্ষেত্রে লড়ছেন। ২০২৩ থেকে শ্রেয়স দেশের জার্সিতে ক্ষুদ্রতম সংস্করণে খেলেননি। বিগত দুই মরসুমে শ্রেয়সের টি-টোয়েন্টি রেকর্ড চমকে দেওয়ার মতো। পঞ্জাব কিংসের হয়ে চলতি আইপিএলে প্রীতি জিন্টার দলের অধিনায়ক আলো ছড়িয়েছেন। ১৭৫.০৭-এর স্ট্রাইক রেটে ৬০৪ রান করেছিলেন। 

স্পিনের বিরুদ্ধে তাঁর আধিপত্য ছিল দেখার মতো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে সোনালি দৌড়ে ছিলেন তিনি। গত দু'বছরে, শ্রেয়স কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল খেতাব জিতিয়েছেন ২০২৪ সালে। সৈয়দ মুসতাক আলি ট্রফিতে মুম্বইকে জিতিয়েছেন। সোবো মুম্বই ফ্যালকনসকে মুম্বই টি-টোয়েন্টি লিগের ফাইনালে নিয়ে গিয়েছিলেন। 

এবার আইপিএলে প্রথমবার পঞ্জাবের দায়িত্ব নিয়েই ফাইনালে তুলেছেন। তাঁর সাফল্য শুধু সাদা বলের ক্রিকেটেই সীমাবদ্ধ ছিল না। ২০২৩-২৪ সালে মুম্বইয়ের রঞ্জি ট্রফি জয়ের অংশ ছিলেন। তারপরে ইরানি কাপ জিতেছিলেন। চলতি বছরের শুরুতে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতেও রেখেছেন অবদান। এর মাঝেই উঠে এল তাঁর টেস্ট বিরতির খবর।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন