সমকালীন প্রতিবেদন : আজ রাতেই ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা— পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এ সময় রাতের আকাশে দেখা যাবে রক্তাভ বর্ণের চাঁদ, যা বিজ্ঞানের ভাষায় পরিচিত ‘ব্লাড মুন’ নামে। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেই দেখা যাবে এই বিরল দৃশ্য।
ভারতীয় সময় আজ, শনিবার ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৭ মিনিটে চাঁদ উপছায়ায় প্রবেশ করবে। রাত ১১টা থেকে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা চলবে প্রায় ৮২ মিনিট ধরে। রাত ১২টা ২২ মিনিটে পূর্ণগ্রাসের সমাপ্তি ঘটলেও পুরো গ্রহণ প্রক্রিয়া শেষ হবে রবিবার, ৮ সেপ্টেম্বর ভোররাত ৩টা ৩০ মিনিটে। গ্রহণ চলাকালীন চাঁদের গায়ে দেখা যাবে গাঢ় লালচে আভা।
খগোলবিদদের মতে, পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছতে পারে না। পৃথিবীর ছায়া চাঁদের পৃষ্ঠে পড়ে এবং বায়ুমণ্ডল সূর্যের আলোকে ভেঙে দেয়। নীল আলো বেশি ছড়িয়ে পড়লেও লাল ও কমলা আলো সহজেই পৌঁছে যায় চাঁদে। তাই চাঁদ তখন ধারণ করে তামাটে বা রক্তাভ রঙ, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় আকাশে রক্তচন্দ্রের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বাস করা হয়, এই সময়ে মন থেকে ইচ্ছা প্রকাশ করলে তা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে। জ্যোতিষীদের মতে, রবিবারের রাত ‘ম্যানিফেস্ট’ করার জন্য আদর্শ সময়। সঠিক উপায় অনুসরণ করলে মানসিক শান্তি ও আকাঙ্ক্ষা পূরণ সম্ভব।
ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য মানতে হবে কিছু বিশেষ নিয়ম— মন শান্ত রাখতে হবে, নেতিবাচক চিন্তা এড়িয়ে ধ্যান করতে হবে। চাঁদের আলো ঘরে ঢোকে এমন জায়গায় বসে নিজের ইচ্ছার কথা মনে মনে ভাবতে হবে। একটি ডায়েরিতে লাল, নীল বা সবুজ কালির পেন দিয়ে লিখে রাখতে হবে সব মনোবাসনা। কালো রঙ ব্যবহার নিষিদ্ধ। বহুদিনের ভয় বা উদ্বেগ কাটাতে কারণ লিখে কাগজ পুড়িয়ে ফেলা যেতে পারে।
বিশ্বের নানা সংস্কৃতিতে রক্তচন্দ্রকে কখনও অশুভের প্রতীক, আবার কোথাও শুভ সূচনার প্রতীক হিসেবে মানা হয়। কারও কাছে এটি রহস্যময়, কারও কাছে কাব্যিক। তবে বিজ্ঞানীদের চোখে এটি নিছক এক অপটিক্যাল ইফেক্ট, যা পৃথিবীর ছায়া ও আলোর বৈশিষ্ট্যের ফলে তৈরি হয়।
ভাদ্র মাসের পূর্ণিমা রাতে এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে বাংলার আকাশও। কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গা থেকেই স্পষ্ট দেখা যাবে আজকের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সব মিলিয়ে, আজকের রাত আকাশপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞান অনুরাগীদের জন্য হয়ে উঠবে এক অবিস্মরণীয় মুহূর্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন