Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

দেবীপক্ষের শুরুতেই দোসর বৃষ্টি, দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বজ্রসহ বর্ষণের পূর্বাভাস

 

Rainfall-forecast

সমকালীন প্রতিবেদন : ‌দেবীপক্ষের সূচনা হলেও আকাশ এখনও মেঘাচ্ছন্ন, রোদের দেখা নেই বললেই চলে। সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝিরিঝিরে বর্ষণ দিনের শুরুতেই ভিজিয়ে দিয়েছে শহরবাসীকে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, দুপুর গড়াতেই বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে। তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি কমছে। আগামী কয়েকদিন ভারী বর্ষণের আশঙ্কা নেই সেখানে। ফলে দক্ষিণবঙ্গের উৎসবপ্রেমীদের পুজোর আগে থেকেই মণ্ডপ দর্শন করতে হবে বৃষ্টিকে সঙ্গী করেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এটি উত্তর ও উত্তর-পশ্চিমে সরে সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। পাশাপাশি, পূর্ব-মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে পারে বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর। সেটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং শনিবারের মধ্যে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রভাব ফেলতে পারে। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিপাত চলতে পারে।

দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে। বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।

উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন অর্থাৎ মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার আবহাওয়া একই রকম থাকতে পারে। কলকাতায় দিনভর আকাশ মেঘলা থাকবে, মাঝেমধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে। সোম ও মঙ্গলবার শহরে বর্ষণের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে। তবে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি তীব্র হতে পারে।

সমুদ্রসংলগ্ন ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় ২৫ সেপ্টেম্বর থেকে উত্তাল আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। ওই দিন থেকে ঘণ্টায় ৪৫ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে এবং সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি হয়েছে। 

অন্যদিকে, উত্তরবঙ্গে আবহাওয়া অনেকটাই স্থিতিশীল। স্থানীয়ভাবে কিছু অঞ্চলে হালকা বৃষ্টি হলেও ভারী বর্ষণের কোনও আশঙ্কা নেই বৃহস্পতিবার পর্যন্ত। ফলে উত্তরবঙ্গবাসীর জন্য আপাতত কোনও বিশেষ সতর্কতা জারি হয়নি। অতএব, উৎসবের মরসুমে দক্ষিণবঙ্গবাসীকে পুজোর আনন্দ ভাগ করে নিতে হবে বৃষ্টিকে সঙ্গে নিয়েই। তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিকের দিকেই এগোচ্ছে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন