সমকালীন প্রতিবেদন : শারদীয়ার আগে বড়সড় সাফল্য অর্জন করল গোপালনগর থানার পুলিশ। একাধিক মোটরসাইকেল চুরির ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে বাইক চুরির মূল অভিযুক্ত এবং তিনজন রিসিভার। পুলিশের জালে ধরা পড়তেই প্রকাশ্যে এসেছে বাইক চোরচক্রের সক্রিয়তা। ঘটনায় উদ্ধার হয়েছে পাঁচটি চুরি যাওয়া মোটরসাইকেল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মূল অভিযুক্তের নাম রাকিবুল মণ্ডল, বয়স ১৯ বছর। তার বাড়ি গোপালনগরের কানসোনা এলাকায়। পুলিশের দাবি, রাকিবুলই দীর্ঘদিন ধরে বাইক চুরি করত এবং পরে সেগুলি বিভিন্ন জনের হাতে পৌঁছে দিত। তদন্তে নেমে তার সঙ্গে যুক্ত আরও তিনজন রিসিভারকেও গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল— রনি সারদার, বয়স ২৬ বছর, বাড়ি নিমতা থানার বড় ফিঙ্গা এলাকায়, আশিস সরকার, বয়স ২১ বছর, বাড়ি হাঁসখালি থানার পাইরাডাঙা এলাকায়, প্রদীপ বালা, বয়স ২৪ বছর, বাড়ি হাঁসখালি থানার রামদুলালপুর গ্রামে।
ধৃতদের কাছ থেকে পুলিশ মোট পাঁচটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে। উদ্ধার হওয়া বাইকের মধ্যে রয়েছে দুটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক, একটি কালো রঙের বাজাজ পালসার, একটি পালসার ১৬০ মডেল এবং একটি হিরো এইচএফ ডিলাক্স। পুলিশের অনুমান, বাইকগুলি ইতিমধ্যেই অন্যত্র পাচার করার পরিকল্পনা ছিল তাদের।
সোমবার ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোপালনগর থানার এক আধিকারিক জানিয়েছেন, এই চক্রটির সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাইক চুরি রোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন