সমকালীন প্রতিবেদন : পুরুষদের পাশাপাশি দুর্বার গতিতে ছুটছে ভারতের মহিলা ক্রিকেট দলও। আর সেই বিজয়রথের অন্যতম কাণ্ডারি হলেন স্মৃতি মন্ধানা। ভারতের এই মহিলা তারকার সৌন্দর্যের পাশাপাশি তাঁর ব্যাটিং কৌশলও মুগ্ধ করে ক্রিকেট বিশ্বকে। আর এবার বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিলেন ভারতের এই মহিলা ক্রিকেট তারকা। কোহলির নজির ভেঙে ওডিআই ফরম্যাটে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম শতরান করলেন স্মৃতি।
শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ৪১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে অসাধারণ শতরান করলেন স্মৃতি। তিনি ৫০ বলে শতরান পূর্ণ করেন। তিন ম্যাচের সিরিজের শেষ খেলায় ৪১৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ের গতিতে শুরু করেন স্মৃতি। ৫০ বলে শতরান হাঁকান তিনি।
মহিলাদের ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড করলেন স্মৃতি। প্রথম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১২ সালে ৪৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। পুরুষ হোক কিংবা মহিলা ক্রিকেট, ভারতীয়দের মধ্যে এতদিন দ্রুততম সেঞ্চুরির নজির ছিল বিরাট কোহলির নামে।
২০১২-১৩ মরসুমে জয়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫২ বলে শতরান করেন বিরাট। সেটাই এতদিন ভারতীয় ক্রিকেটে পুরুষ বা মহিলাদের ওডিআই ফরম্যাটে দ্রুততম শতরানের রেকর্ড ছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন স্মৃতি। শনিবার মিডউইকেটের উপর দিয়ে বিরাট ছক্কা হাঁকিয়ে ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর কোহলিকে পিছনে ফেলে দিলেন স্মৃতি। তিনি এদিন ৬৩ বলে ১২৫ রান করেন। এই ইনিংসে ছিল ১৭টি বাউন্ডারি ও পাঁচটি ওভার-বাউন্ডারি।
পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে ভারতীয়দের মধ্যে ওডিআই ফরম্যাটে দ্রুততম শতরানের রেকর্ড গড়া ছাড়াও ভারতের মহিলা দলের হয়ে দ্রুততম শতরান গড়ার ক্ষেত্রে নিজের রেকর্ডই ভেঙে দিয়েছেন স্মৃতি। তিনি এর আগে রাজকোটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচে ৭০ বলে শতরান করেন স্মৃতি। তিনি নিজের সেই রেকর্ডও ভেঙে দিলেন।
মহিলাদের ওডিআই ফরম্যাটে দ্রুততম শতরানের রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার মেগ ল্যানিং। তিনি ২০১২-১৩ মরসুমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৫ বলে শতরান করেছিলেন। শনিবার অল্পের জন্য সেই রেকর্ড ভাঙতে পারলেন না স্মৃতি। তবে তিনি যেভাবে ব্যাটিং করেছেন, তা দেখে ক্রিকেট দুনিয়া মুগ্ধ। মহিলাদের বিশ্বকাপে স্মৃতির ফর্ম অব্যাহত থাকলে যে ভারতীয় দল অনেকদূর যেতে পারবে, সেই ব্যাপারে এখন আরও কোনও সন্দেহই নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন