সমকালীন প্রতিবেদন : রেলযাত্রীদের জন্য এ যেন আনন্দের বার্তা। ট্রেনে বা স্টেশনে আর আগের মতো বাড়তি দাম দিয়ে জল কিনতে হবে না। নতুন জিএসটি হারের প্রভাবে রেলের স্বাক্ষরিত পণ্য ‘রেল নীর’-এর দাম কমানোর ঘোষণা করল ভারতীয় রেলওয়ে।
রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন দাম কার্যকর হবে। এক লিটার রেল নীর বোতলের দাম আগে ছিল ১৫ টাকা, যা এখন হবে ১৪ টাকা। একইভাবে, ৫০০ মিলিলিটারের বোতল পাওয়া যাবে মাত্র ৯ টাকায়, যেখানে আগের দাম ছিল ১০ টাকা।
রেলের জেনারেল ম্যানেজার এবং আইআরসিটিসির সিএমডিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধু রেল নীর নয়, স্টেশনে বিক্রি হওয়া শর্টলিস্ট করা অন্যান্য ব্র্যান্ডেড বোতলজাত জলের সর্বাধিক বিক্রয় মূল্যও সংশোধন করা হবে। ফলে যাত্রীরা আরও সাশ্রয়ী দামে জল কিনতে পারবেন।
যদিও অনেক যাত্রী অভিযোগ করেছেন, অনুমোদিত মূল্যের চেয়েও কখনও কখনও বেশি দামে জল বিক্রি হয় স্টেশন ও ট্রেনে। এ প্রসঙ্গে রেল জানিয়েছে, সর্বোচ্চ বিক্রয়মূল্য স্পষ্টভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ফলে অতিরিক্ত দাম নেওয়া আইনবিরুদ্ধ।
উল্লেখযোগ্যভাবে, ২০০৩ সালে পশ্চিম দিল্লির নাঙ্গলোইয়ে প্রথম রেল নীর প্ল্যান্ট স্থাপন করে আইআরসিটিসি। প্রথমদিকে কেবল রাজধানী ও শতাব্দী এক্সপ্রেসে এই পরিষেবা চালু হয়। ধীরে ধীরে তা দেশের বিভিন্ন প্রিমিয়াম ট্রেন ও স্টেশনে পৌঁছে যায়।
চলতি মাসের ৩ তারিখে জিএসটি কাউন্সিল সরকারের প্রস্তাব অনুমোদন করে। নতুন নিয়ম অনুযায়ী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে মাত্র দুটি জিএসটি স্ল্যাব ৫ শতাংশ ও ১৮ শতাংশ। ফলে এই হার কার্যকর হলে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন শ্যাম্পু, সাবান,বাইক গাড়ির দামও কমতে শুরু করবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও জানিয়েছেন, এই জিএসটি হ্রাসের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের প্রধান উদ্দেশ্য। এব্যাপারে কোনও গাফিলতির অভিযোগ আসলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
আজকের দিনে রেল নীর যাত্রীদের কাছে শুধু সাশ্রয়ী নয়, ভরসাযোগ্য পানীয় জলের অন্যতম উৎস। রেল কর্তৃপক্ষের আশা, এই দামের হেরফের যাত্রীদের আর্থিক স্বস্তি দেবে এবং যাত্রী পরিষেবার মান আরও উন্নত করবে।








কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন