সমকালীন প্রতিবেদন : শিয়ালদা ডিভিশনের যাত্রীদের জন্য পুজোর আগেই এল নতুন সুখবর। সদ্য চালু হওয়া এসি লোকাল ট্রেনগুলির স্টপেজ এবার আরও বাড়ানো হলো। এক মাসের জন্য পরীক্ষামূলক ভিত্তিতে অতিরিক্ত স্টপেজ যুক্ত করার সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা–রানাঘাট এসি লোকাল এবং শিয়ালদা–বনগাঁ–রানাঘাট এসি লোকাল—দুটিতেই নতুন স্টপেজ দেওয়া হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী এক মাস এই পরিষেবা চলবে। যাত্রী সাড়া-প্রতিক্রিয়া দেখে পরে রেল স্থায়ী সিদ্ধান্ত নেবে।
শিয়ালদা–রানাঘাট এসি লোকাল এতদিন বিধাননগর রোড, দমদম জংশন, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদহ ও রানাঘাটে দাঁড়াত। এবার থেকে বেলঘরিয়া ও শ্যামনগরেও দাঁড়াবে।
অন্যদিকে, ৫ সেপ্টেম্বর চালু হওয়া শিয়ালদা–বনগাঁ এসি লোকাল আপাতত বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রাম, বারাসত, দত্তপুকুর, হাবরা, গোবরডাঙা, ঠাকুরনগর ও বনগাঁয় থামে। এবার থেকে চাঁদপাড়া, মছলন্দপুর, অশোকনগর, বিড়া এবং বিরাটিতেও স্টপেজ দেবে এই ট্রেন।
রেল কর্তৃপক্ষের আশা, অতিরিক্ত স্টপেজে যাত্রীসংখ্যা আরও বাড়বে। বিশেষত অফিসযাত্রী এবং দীর্ঘ দূরত্বের নিত্যযাত্রীরা এই নতুন সিদ্ধান্তে উপকৃত হবেন। যাত্রীদের সুবিধার্থে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী পরিষেবার রদবদল করা হবে বলে রেল সূত্রে খবর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন