Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপ জিতলেও ট্রফি পেল না ভারত, ট্রফি নিয়ে পালালো পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান

India-not-get-trophy

সমকালীন প্রতিবেদন : পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয় করেও চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলতে পারল না ভারতীয় দল। বিস্ময়কর এই ঘটনার কেন্দ্রে রয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান তথা এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভি। অভিযোগ, ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকার করার পর নকভি নিজেই ট্রফি ও মেডেল নিয়ে হোটেল রুমে চলে যান। ঘটনাটি ঘিরে এখন তীব্র বিতর্ক শুরু হয়েছে ভারত-পাকিস্তান ক্রিকেট মহলে।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, এরকম অভিজ্ঞতা তিনি জীবনে প্রথমবার দেখলেন। তাঁর কথায়, “চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না— ক্রিকেট খেলা শুরুর পর থেকে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার কাছে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরাই আসল ট্রফি। সবাই জানে ভারতই এশিয়া কাপের চ্যাম্পিয়ন, এটাই আসল।” মাঠে তখন ভারতীয় ক্রিকেটাররা কল্পনায় ট্রফি তুলে উদযাপন করেন।

বিসিসিআই জানিয়েছে, নীতিগত কারণে ভারতীয় দল পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেবে না বলে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া সংবাদ সংস্থাকে বলেন, “আমরা আগে থেকেই জানিয়েছিলাম নকভির কাছ থেকে ট্রফি নেব না। কিন্তু তাই বলে তিনি ট্রফি ও মেডেল নিয়ে পালিয়ে যাবেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আশা করি  ট্রফি ও মেডেল দ্রুত ভারতে ফেরত আসবে।” 

শোনা যাচ্ছে, ভারত এই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে। নভেম্বর মাসে দুবাইয়ে আইসিসি বৈঠকে বিষয়টি উত্থাপন করবে বিসিসিআই। ফাইনালের পরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঘিরে নাটক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা বিলম্বে শুরু হয় অনুষ্ঠান। ম্যাচসেরা কুলদীপ যাদব ও প্রতিযোগিতার সেরা অভিষেক শর্মা পুরস্কার নিলেও দলীয় ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। 

নকভিও অন্য কোনও কর্তাকে ট্রফি দেওয়ার দায়িত্ব দেননি। ফলে ক্রিকেট ইতিহাসে প্রথমবার দেখা গেল, কোনও দল চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে তুলল না। এই ঘটনার রেশ যে এখানেই থামবে না, তা বলাই বাহুল্য। মাঠের লড়াই শেষ হলেও ভারত-পাকিস্তান সংঘাত এখন প্রশাসনিক অঙ্গনেও তীব্র আকার ধারণ করছে।



1 টি মন্তব্য:

  1. পাকিস্তানের মত বরাহ নন্দনদের সঙ্গে কোন দেশের খেলাই উচিৎ নয় ।ওদের ওয়ার্ল্ড ব্যাপি বয়কট করা উচিৎ ।

    উত্তরমুছুন