সমকালীন প্রতিবেদন : এবার দেবী দুর্গার কিসে আগমন? কিসে গমন? গজে মা এলে, ফল কি ভয়ঙ্কর? বাহনের উপর নির্ভর করে শুভ নাকি অশুভ? সত্যিই কি দেবীর বাহনের সঙ্গে শুভ-অশুভর বিশেষ কোনো 'কানেকশন'? ২০২৫ কিন্তু যুদ্ধ, দুর্যোগের বছর। বুঝে শুনে পা ফেলুন আর বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদন থেকে।
প্রথমেই জানিয়ে রাখি, দেবীর গজে আগমনকে শুভ বলেই মনে করা হয়। আর ২০২৫ সালে দেবীর আগমন গজেই। যার অর্থ, শস্য শ্যামলা বসুন্ধরা। ফলত, দেবীর আগমনকালে চারিদিকে ফুলে ফলে ভরে থাকবে। অন্যদিকে, দেবীর গমন ২০২৫ সালে দোলায়।
মনে করা হয় দেবীর গমন দোলায় হলে, তার ইঙ্গিত মোটেও শুভ নয়। দেবীর গমন দোলায় হলে, ফল হয় মহামারী বা মড়ক। উল্লেখ্য, গোটা বছরের অপেক্ষা বচ্ছরকার চার দিনের জন্য। ইতিমধ্যেই দেবীপক্ষ শুরু হয়ে গেছে। এবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর সেই চার দিন। কিন্তু দেবীর আগমন গমনের সঙ্গে এই শুভ-অশুভর যোগ কি সত্যিই আছে? কীভাবেই বা তা নির্ধারিত হয়?
বিখ্যাত ইতিহাসবিদ, মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞদের কারো কারো মতে, দেবীর আগমন ও গমন কখনও অমঙ্গলের হতে পারে না। মা আসছেন। বাপের বাড়িতে কদিন থেকে ফিরছেন। এই আসা অমঙ্গলের সূচক হতেই পারে না। অনেকে আবার বারের হিসেবে গমন ও আগমনের হিসেব করেন। যেটা অর্থহীন বলে মনে করছেন ওই ইতিহাসবিদদের একাংশ। কিন্তু যারা দেবীর আগমন গমনের হিসেব রেখে শুভ অশুভ বিচার করেন? তাঁদের জন্য জানা দরকার কোন বাহনে দেবীর আগমন কী ইঙ্গিত দেয়?
গজ বা হস্তী সমৃদ্ধি বা শুভ কিছুকে নির্দেশ করে। ফলত, এই বাহনে দেবীর আগমন শুভ। আগেই বলেছি চলতি বছরে দেবী আসছেন গজে। দোলা বা পালকিতে আগমন বা গমনে মহামারী অথবা মরকতুল্য বিষয়ে ভোগার সম্ভাবনা থেকে যায় বলে মান্যতা রয়েছে।
ঘোটক অর্থাৎ ঘোড়ায় দেবীর আগমন বা গমনের ফল ছত্রভঙ্গ। এতে ধ্বংস বা ছন্নছাড়া বা ধ্বংসাত্মক লীলার ইঙ্গিত থেকে যায় বলে মান্যতা রয়েছে। নৌকা বলতে জলমগ্ন সম্পর্কিত কিছু বোঝায়। নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ এও বোঝানো হয় শস্যপূর্ণ বসুন্ধরা। এতে ভালো ফসলের ইঙ্গিত থাকে বলে মনে করা হয়।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি ই–সমকালীন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন