সমকালীন প্রতিবেদন : বুধবার দুপুরে বারাসতের যশোর রোড পরিণত হয় উত্তাল বিক্ষোভস্থলে। ২০২২ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত নিয়োগের দাবিতে পথে নেমে আন্দোলন শুরু করেন। তাঁদের বিক্ষোভের লক্ষ্য ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। দুই নেতার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা, এমনকি পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে আন্দোলনকারীদের সরাতে পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়।
এই আকস্মিক বিক্ষোভে যশোর রোডে যান চলাচল প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। উত্তাল পরিস্থিতির কারণে সাংসদ ও বিধায়ককেও প্রায় ২০-২৫ মিনিট ওই এলাকায় আটকে থাকতে হয়।
প্রতিবাদীদের অভিযোগ, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছু সপ্তাহ আগেই ঘোষণা করেছিলেন যে শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু সেই ঘোষণার পনেরো দিন কেটে গেলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এই প্রতিশ্রুতি রক্ষার দাবিতেই বুধবার বারাসত স্টেশন থেকে মিছিল শুরু করে প্রার্থীরা যশোর রোডে এসে অবস্থান বিক্ষোভে বসেন।
প্রসঙ্গত, বুধবারই প্রকাশিত হতে চলেছে ২০২৩ সালের প্রাথমিক টিচার এলিজিবিলিটি টেস্টের ফলাফল। বিকেলের পর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার কথা এই ফল। গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত এই পরীক্ষায় প্রায় তিন লক্ষাধিক প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলার জটিলতা কাটিয়ে অবশেষে দুর্গাপুজোর আগেই ফলাফল প্রকাশ হতে চলেছে, যা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার।
পর্ষদ সূত্রে খবর, প্রার্থীরা রোল নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি এসএমএস বা ই-মেইলের মাধ্যমেও ফলাফল সংক্রান্ত তথ্য পাঠানো হতে পারে।
২০২২ সালের টেট উত্তীর্ণদের দাবি, অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে প্রতিশ্রুতি পূরণ করতে হবে। তাঁদের কথায়, আর বিলম্ব নয় – এবার চাকরিতে যোগদানের সুযোগ দিতে হবে তাঁদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন