সমকালীন প্রতিবেদন : অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) চালু করল নিজেদের ৪জি পরিষেবা। দেশের প্রতিটি টেলিকম সার্কেলে লাইভ হয়ে গেল বিএসএনএল-এর হাই-স্পিড ৪জি নেটওয়ার্ক। এর ফলে টেলিকম পরিষেবার প্রতিযোগিতায় বেসরকারি সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত হল রাষ্ট্রায়ত্ত সংস্থা।
সংস্থা সূত্রে খবর, এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছতে গত এক বছরে দেশজুড়ে স্থাপন করা হয়েছে ১ লক্ষেরও বেশি নতুন ৪জি ও ৫জি টাওয়ার। এর ফলে গ্রাহকরা আরও দ্রুত ইন্টারনেট স্পিড, উন্নত কানেক্টিভিটি এবং কম কলড্রপের অভিজ্ঞতা পাবেন বলে আশা করছে বিএসএনএল। ৪জি পরিষেবা চালুর সঙ্গে সঙ্গেই গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে বিএসএনএল।
সংস্থার নতুন প্রিপেড রিচার্জ প্ল্যানটির দাম রাখা হয়েছে ₹৪৮৫, যার বৈধতা ৭২ দিন। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন – দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং। প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা (মোট ১৪৪ জিবি পর্যন্ত)। প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস। বিনামূল্যে ন্যাশনাল রোমিং সুবিধা।
বিএসএনএল-এর দাবি, বাজেট-বান্ধব এবং দীর্ঘমেয়াদি রিচার্জ খুঁজছেন এমন ব্যবহারকারীদের কাছে এই প্ল্যানটি অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠবে। এই নতুন প্ল্যানের আরেকটি বড় আকর্ষণ BiTV পরিষেবা। গ্রাহকরা কোনও অতিরিক্ত খরচ ছাড়াই পেয়ে যাবেন ৩০০-রও বেশি লাইভ টিভি চ্যানেল এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট। সিনেমা, ওয়েব সিরিজ, ধারাবাহিক থেকে শুরু করে লাইভ স্পোর্টস – সবই দেখা যাবে এক প্ল্যাটফর্মে, সম্পূর্ণ বিনামূল্যে।
গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবে বিএসএনএল ঘোষণা করেছে একটি ক্যাশব্যাক অফার। সংস্থার সেলফকেয়ার অ্যাপ বা সরকারি ওয়েবসাইটের মাধ্যমে এই প্ল্যান রিচার্জ করলে পাওয়া যাবে ২ শতাংশ ক্যাশব্যাক, সর্বাধিক ₹১০ পর্যন্ত। তবে এই অফারটি সীমিত সময়ের জন্য, ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত বৈধ।
৪জি পরিষেবার পাশাপাশি সমান তালে এগোচ্ছে বিএসএনএল-এর ৫জি নেটওয়ার্ক গঠনের কাজ। ইতিমধ্যেই হায়দরাবাদ, বেঙ্গালুরু-সহ দক্ষিণ ভারতের একাধিক শহরে চালু হয়েছে ৫জি Fixed Wireless Access (FWA) পরিষেবা। সংস্থা জানিয়েছে, আগামী দিনে ৪জি ও ৫জি – উভয় ক্ষেত্রেই পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে দেশের টেলিকম বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় তারা।
রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে বিএসএনএল বরাবরই দেশের সর্বত্র সাশ্রয়ী দামে মোবাইল পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এবার ৪জি পরিষেবা চালুর মধ্য দিয়ে নতুন যুগে পা রাখল এই সংস্থা। দ্রুতগতির ইন্টারনেট ও উন্নত পরিষেবা দিয়ে আগামী দিনে বেসরকারি সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের জায়গা শক্ত করার লক্ষ্যে এগিয়ে চলেছে বিএসএনএল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন