সমকালীন প্রতিবেদন : স্কুল চলাকালীন সময়ে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। বৃহস্পতিবার সকালে বাগদা থানার সিন্দ্রানি সাবিত্রী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর এক ছাত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলো। দ্রুততার সঙ্গে চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোয় আপাতত সে বিপদমুক্ত বলে জানা গেছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ প্রার্থনা শেষ করে তখন ক্লাস শুরুর তোড়জোর চলছে। এইসময় হঠাৎ করেই স্কুলের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীর সহপাঠীরা স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের কাছে ছুটে এসে খবর দেয় যে, তাদের এক সহপাঠী শ্রেণিকক্ষের ভেতরেই অসুস্থ হয়ে পড়ে আছে।
ভারপ্রাপ্ত শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা ছুটে এসে দেখতে পান, ওই ছাত্রী বিষ খেয়েছে। সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে প্রথমে সিন্দ্রানি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসায় সন্তুষ্ট না হয়ে শিক্ষকেরা ওই ছাত্রীকে সঙ্গে সঙ্গে অটোরিক্সা করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ওই ছাত্রী বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন এবং সুস্থ আছে।
স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক আনন্দ সরকার জানান, 'স্কুলে ২ হাজারের উপরে ছাত্রছাত্রী। তারা কখন কি মানসিকতা নিয়ে স্কুলে আসছে, তা বোঝা সবসময় সম্ভব হয় না। তবে আমরা চেষ্টা করি ওদের সঙ্গে বন্ধুর মতো মিশতে, যাতে ওরা ওদের সমস্যার কথা সহজে আমাদের কাছে বলতে পারে এবং আমরা তার সমাধান করতে পারি। এদিন ওই ছাত্রী কেন এমন ঘটনা ঘটালো, তা এখনও জানা সম্ভব হয় নি। আমরা আগে ওই সুস্থতার দিকে নজর দিয়ে তারজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিই।'
ছাত্রীর মা জানিয়েছেন, 'কি কারণে এমন ঘটনা ঘটেছে, তা এখনও মেয়ের কাছ থেকে শোনার মতো সুযোগ হয় নি। তবে শুনেছি, ঘটনার আগের দিন স্কুলে বান্ধবীদের সঙ্গে ঝগড়া হয়েছিল মেয়ের। তার জেরে মানসিক আবেগে পড়ে মেয়ে এমন পদক্ষেপ করেছে কি না তা এখনও স্পষ্ট হয়। তবে বাড়িতে মশা তাড়ানোর জন্য ওষুধ আনা ছিল। সম্ভবত মেয়ে সেটাই খেয়েছে বলে মনে হচ্ছে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন