সমকালীন প্রতিবেদন : শিবম দুবের মতো ক্রিকেটার সুযোগ পান, কিন্তু শ্রেয়স আইয়ারের মতো তারকাকে ছাড়াই এশিয়া কাপের দল নির্বাচন হয়ে যায়! এশিয়া কাপের দল নির্বাচিত হওয়ার পর থেকেই বিতর্ক চলছে। একদিনের ক্রিকেটে তিনি নির্ভরযোগ্য, রানও করেছেন। আইপিএলেও পারফর্ম করেছেন ধারাবাহিকভাবে। তবুও এশিয়া কাপের দলে ব্রাত্যই থেকে গেলেন শ্রেয়স আইয়ার।
শ্রেয়সের পাশাপাশি নেওয়া হয়নি যশস্বী জয়েসওয়ালকেও। ২০২৫ আইপিএলে শ্রেয়স করেছেন ৬০৪ রান। যশস্বীর করেন ৫৫৯ রান। তার পরও এশিয়া কাপ টি-২০ দলে জায়গা হল না শ্রেয়স ও যশস্বীর। মুখ্য নির্বাচক অজিত আগরকর এটাকে দুর্ভাগ্যজনক বলে উড়িয়ে দিলেও, সেটা মানতে নারাজ কেউই।
এবার এই নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ার। জানালেন, হয়তো অন্য ক্রিকেটারদের মতো শ্রেয়স পছন্দের তালিকায় নেই, তাই বাদ পড়েছেন। যদিও আগরকর বলতে চেয়েছেন অভিষেকের অলরাউন্ড দক্ষতার জন্যই পিছিয়ে পড়েছেন যশস্বী। বল না করতে পারাই তাঁর বিপক্ষে গিয়েছে তুল্যমূল্য লড়াইয়ে।
কিন্তু প্রশ্ন হল, দলে অক্ষর পটেলের মতো বাঁহাতি স্পিনার রয়েছেন। সেক্ষেত্রে আর এক জন বাঁহাতি স্পিনার আদৌ দরকার পড়বে কি? এদিকে শ্রেয়সকে দলে না রাখার ক্ষেত্রে এমন কোনও ক্রিকেটীয় যুক্তি দেননি আগরকর। বরং প্রধান নির্বাচক দল নির্বাচনের ক্ষেত্রে তাঁর সীমাবদ্ধতাকে তুলে ধরেছেন।
কারণ নিয়ে পক্ষে-বিপক্ষে কাটাছেঁড়া চলবেই। কিন্তু এসবের আড়ালে যে প্রশ্নের জবাব শ্রেয়স খুঁজতে চাইবেন, সেটা তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে। আদৌ সাতাশের বিশ্বকাপের জন্য তাঁর কথা ভাবা হচ্ছে? তিনি যাই করেন না কেন, ঘরোয়া ক্রিকেট-আইপিএল মিলিয়ে যতই রান করুন না কেন, তাতে কি ডাল গলবে? আদৌ পারবেন নির্বাচকদের মনোরঞ্জন করতে? কী তাঁদের প্রত্যাশা—সেই প্রশ্নও কি আদৌ জানেন শ্রেয়স? উত্তর খোঁজা তো অনেক পরের কথা!
বিশ্লেষকরা যদিও বলবেন, শুভমান গিল আর শ্রেয়স আইয়ার যেহেতু স্বভাবধর্মে ও শৈলীতে একই গোত্রের ব্যাটার—দুজনেই নামেন তিনে, দুজনেই ডানহাতি, থিতু হতে সময় নেন, তারপর চালিয়ে খেলেন—ফলে টি-২০-র মতো ফর্ম্যাটে এমন ‘সাবেকি’ গোছের দুজন ব্যাটারকে দলে রাখাটা অর্থহীন! যেখানে আগ্রাসনই মূল মন্ত্র, সেখানে অভিষেক শর্মাই যে তুরুপের তাস—সেটা জোর গলায় বলার দরকার পড়ে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন