Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

কোহলির জীবনের গোপন অধ্যায় ফাঁস করলেন চাহাল

 

Secret-chapter-of-Kohli

সমকালীন প্রতিবেদন : উনিশের বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় যুজবেন্দ্র চাহালকে। ফাইনালের আগে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ডে-র পর ম্যাঞ্চেস্টারের রিজার্ভ ডে। যেখানে টিম ইন্ডিয়ার ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায়। আর সেই হারের পর মন খারাপ হয়েছিল গোটা দেশের। সেই দুঃখে নাকি কেঁদে ফেলেছিলেন বিরাট কোহলিও। এর মধ্যে আশ্চর্যের যদিও কিছুই নেই। তবে ড্রেসিংরুমে নয়, বাথরুমে চোখের জল ফেলেছিলেন ভারতীয় দলের এই তারকা ব্যাটার! চাহালের দাবি, শুধু কোহলি নন, দলের কোনও ক্রিকেটারই সেইসময় চোখের জল আটকাতে পারেননি।

সেই ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতের ব্যাটিং ভেঙে পড়ে। ট্রেন্ট বোল্টের বলে কোহলি মাত্র ১ রানে এলবিডব্লিউ হন। এটাই এখনও পর্যন্ত তাঁর শেষ বিশ্বকাপ সেমিফাইনাল! চাহাল নিজেও সে ম্যাচে বিশেষ কিছু করতে পারেননি। ১০ ওভারে ৬৩ রান দিয়ে শুধুমাত্র উইলিয়ামসনকে আউট করেন। নিজের পারফরম্যান্স নিয়েও আফসোস রয়েছে তাঁর। 

সম্প্রতি সেই হারের পর নিজেদের এবং তৎকালীন দলের মনের অবস্থা ব্যক্ত করেছেন চাহাল। এক পডকাস্টে তিনি বলেন, "ওটা মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ ছিল। আমি আরও ভাল করতে পারতাম। আজও এ কথা ভাবি। হয়তো ১০-১৫ রান কম দিতে পারতাম। বড় ম্যাচে সবসময় নিজের ক্ষমতার ১০-১৫ শতাংশ বেশি দিতে হয়। চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো আরও ঠান্ডা মাথায় খেললে ভালভাবে পারফর্ম করতাম!"

একইসঙ্গে এই পডকাস্টে বিরাট কোহলি এবং রোহিত শর্মার অধিনায়কত্বের পার্থক্য তুলে ধরেন তিনি। দু’জনকেই কাছ থেকে দেখেছেন চাহাল। তাঁর ভাষায়, ‘রোহিত ভাই মাঠে খুবই ঠান্ডা মাথায় নেতৃত্ব দেন। দারুণ অধিনায়ক। অন্যদিকে বিরাট ভাইয়ের এনার্জি অসাধারণ। প্রতিদিন একই রকম। সবসময় শুধু বাড়তে থাকে, কখনও কমে না!’ সেখানেই হঠাৎ উঠে আসে প্রশ্ন- ময়দানে যিনি অকুতোভয়, সেই ‘কিং কোহলি’-কে কি কখনও কাঁদতে দেখেছেন? 

এতটুকু রাখঢাক না করে চাহালের উত্তর, ‘২০১৯ বিশ্বকাপে ওকে বাথরুমে কাঁদতে দেখি। আমি ছিলাম শেষ ব্যাটার। যখন ওর সামনে দিয়ে যাচ্ছিলাম, খেয়াল করি, চোখে জল! শুধু বিরাট নয়, সেদিন দলের প্রায় সবাই কেঁদে চলেছিল!’ পডকাস্টের আয়োজক শামানি মনে করিয়ে দেন, এবারের আইপিএলে ফাইনালের পরও ক্যামেরার সামনে কীভাবে কেঁদে ফেলেছিলেন কোহলি! নিউজিল্যান্ডের বিরুদ্ধে হতাশায়, আইপিএল জিতে আনন্দে ভেসে যান আরসিবি তারকা।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন