Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বিজেপি মণ্ডল সভাপতির বাড়িতে হামলা, মারধরের অভিযোগ

 

BJP-Mandal-President

সমকালীন প্রতিবেদন : রাজ্যের রাজনীতিতে যখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে বিরোধী নেতাদের উপর ধারাবাহিক আক্রমণের ঘটনায়, ঠিক তখনই বনগাঁ থেকে উঠে এলো আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। বিজেপির মণ্ডল সভাপতি সুমন অধিকারীর বনগাঁ থানার গোবরাপুর এলাকার বাড়িতে হামলা ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

বুধবার বিকেলের দিকে ঘটেছে এই ঘটনা। অভিযোগ, ব্যবসায়িক কাজে সুমন অধিকারী যখন বাড়ির বাইরে ছিলেন, তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে ৩-৪ জন দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়। তাঁর বৃদ্ধা মা বেলা রানী অধিকারী এবং তাঁর ছেলে তখন বাড়িতে ছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা প্রবল মারধর করে তাঁদের। বেলারানী অধিকারীকে আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুমন অধিকারীর দাবি, 'পুরনো রাজনৈতিক আক্রোশ থেকেই এই হামলা। তারা আমার মাকে মারধর করেছে, আমার ছেলেকেও রেহাই দেয়নি। আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি, সিসিটিভি ফুটেজও জমা দিয়েছি।' সুমনবাবু বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং তাঁর বাড়ির সিসিটিভি ফুটেজ থানায় জমা দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, 'এই রাজ্যে কি বিরোধী দলের নেতাকর্মীরা আর নিরাপদ নন? বাড়িতেও কি নিরাপত্তা নেই? তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চায়, তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।'

এব্যাপারে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, 'দুই প্রতিবেশীর মধ্যে গোলমালের জের এই হামলার ঘটনা। এই হামলার ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তৃণমূলের এইসব করার প্রয়োজন হয় না।' 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন