Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বর্ষা বিদায়ের পথে, তবুও বৃষ্টি-অস্বস্তি থেকে রেহাই নেই

 ‌

Rain-discomfort

সমকালীন প্রতিবেদন : ক্যালেন্ডারের হিসাবে বর্ষা বিদায়ের সময় ঘনিয়ে এলেও, বৃষ্টি এবং আর্দ্রতার দাপট থেকে এখনও মুক্তি মিলছে না বঙ্গবাসীর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানাচ্ছে, উত্তরবঙ্গে চলতি সপ্তাহ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও সপ্তাহের মাঝামাঝি কিছুটা বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে বৃষ্টি কমলেও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি তীব্র থাকবে।

আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি, আর দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করবে বলে পূর্বাভাস।

বুধবার, ১৩ আগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে ফরিদকোট, লুধিয়ানা, নাজিমাবাদ, শাহজাহানপুর, বাল্মিক নগর এবং জলপাইগুড়ির উপর দিয়ে অগ্রসর হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি উত্তর-পূর্ব আরব সাগর, উত্তর-পূর্ব অসম এবং কর্নাটকে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এসব আবহাওয়াজনিত কারণেই উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে।

কলকাতা ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সোমবার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি কম হওয়ার প্রবণতা থাকছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি চরমে পৌঁছাবে। সব মিলিয়ে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির রেশ থাকলেও দক্ষিণবঙ্গবাসীকে ভুগতে হবে তীব্র আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে। আবহাওয়ার এই ‘খেলা’য় প্রস্তুত থাকতে হবে গোটা রাজ্যকেই।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন