সমকালীন প্রতিবেদন : বুধবার সকালেই পুরপ্রধান হিসেবে নির্বাহী আধিকারিক এর কাছে পদত্যাগপত্র জমা দিলেন বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ। এরপরেই তৃণমূলের কাউন্সিলরেরা বিজয় মিছিল করে। বনগাঁ পার্টি অফিস থেকে বাটার মোড় পর্যন্ত এই মিছিল যায়। পুরসভায় শেষ হয় সেই মিছিল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ ব্যাপারে তৃণমূলের গঙ্গা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস জানান, 'গোপাল শেঠের অনেক আগেই দলের সিদ্ধান্ত মেনে পদত্যাগ করা উচিত ছিল। শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতেই হলো। তবে এতে নিজের ভাবমূর্তিটাই নষ্ট করেছেন গোপাল শেঠ। আজ মানুষের যে উচ্ছ্বাস ছিল তাতেই বোঝা যাচ্ছে, ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে। পুরপ্রধান হিসেবে গোপাল শেঠ যে ব্যর্থ, তা বনগাঁর মানুষের কাছে পরিষ্কার। আজ কাউন্সিলরেরা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটিতে অংশ নিচ্ছেন। যতক্ষণ না নতুন পুরপ্রধান নির্দিষ্ট হচ্ছে, ততক্ষণ পুরসভার আধিকারিকেরা পুরসভা পরিচালনা করবেন।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন