সমকালীন প্রতিবেদন : এশিয়া কাপের ভারতীয় দলে স্থান হয়নি শ্রেয়স আইয়ারের। এরপরই বোর্ডের নির্বাচক মণ্ডলী ও টিম ইন্ডিয়া হেডকোচ গৌতম গম্ভীরকে তুলোধনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের প্রশ্ন, শ্রেয়সকে আরও কতটা পথ হাঁটতে হবে জাতীয় দলে সুযোগ পেতে। পাশাপাশি আরও একটা গুঞ্জন ছড়িয়েছে, নির্বাচকরা নাকি পরবর্তীতে শ্রেয়সের হাতেই ওডিআই অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেবেন। বৈঠকে অজিত আগারকর অ্যান্ড কোং নাকি এরকম আলোচনাও করেছেন।
শ্রেয়সকে অধিনায়ক করা হবে, সম্প্রতি এই নিয়ে সংবাদমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তারপরই শ্রেয়সের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে বিরাট আপডেট এল বিসিসিআইয়ের তরফে। আসলে রোহিত শর্মার ভবিষ্যৎ এবং অধিনায়কত্ব সম্পর্কিত সিদ্ধান্ত নিয়েও অনেক জল্পনা-কল্পনা চলছে। ধারণা করা হচ্ছিল, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের লক্ষ্যে টিম ইন্ডিয়া নতুন অধিনায়ক পেতে পারে এবং এই দৌড়ে শ্রেয়স আইয়ারের নাম সবার আগে রয়েছে।
সম্প্রতি ২০২৫ সালের এশিয়া কাপের দল থেকে আইয়ারকে বাদ দেওয়ার পর, আলোচনা আরও তীব্র হয়ে ওঠে যে, বোর্ড তাঁকে ওডিআই অধিনায়কত্বের জন্য প্রস্তুত করছে। সংবাদমাধ্যমের নানা প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এই সমস্ত তথ্যই তাঁর কাছে নতুন এবং বোর্ডের পক্ষ থেকে এই মুহূর্তে এমন কোনও পরিকল্পনা করা হয়নি। তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, আইয়ারের অধিনায়কত্ব নিয়ে মিডিয়ায় যে জল্পনা চলছে তা কেবল একটি গুজব এবং এর কোনও আনুষ্ঠানিক ভিত্তি নেই।
এশিয়া কাপ দল থেকে আইয়ারের বাদ পড়া ক্রিকেট-বিশ্বে বিতর্কের জন্ম দিয়েছে। অনেক প্রাক্তন খেলোয়াড় এবং বিশেষজ্ঞ এটিকে ভুল সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন এবং প্রশ্ন তুলেছেন যে, সম্প্রতি ধারাবাহিকভাবে পারফর্ম করা একজন খেলোয়াড়কে কেন এত বড় টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হল। ক্রিকেটভক্তরাও সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তাঁদের অসন্তোষ প্রকাশ করেছেন।
তবে, বোর্ড স্পষ্ট করেই জানিয়েছে, এশিয়া কাপের রিজার্ভ খেলোয়াড়দের মধ্যেও আইয়ারকে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তটি সতর্কতার সঙ্গে বিবেচনা করেই নেওয়া হয়েছে। বিসিসিআই বিশ্বাস করে, যদি শ্রেয়সকে দলে অন্তর্ভুক্ত করা হয় এবং তাঁকে বেঞ্চে বসতে হয়, তাহলে এটি তাঁর আত্মবিশ্বাসের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই, আপাতত তাঁকে বাইরে রাখাই উপযুক্ত বলে মনে করা হয়েছে।
বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগারকার দল ঘোষণার সময় আইয়ারের অনুপস্থিতির বিষয়টি স্পষ্ট করেছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, “শ্রেয়সের ক্ষেত্রে, এটি তার বা আমাদের কোনও দোষ নয়। শুধু মাত্র ১৫ জন খেলোয়াড়কে দলে নির্বাচন করা যেতে পারে এবং এই মুহূর্তে তাঁকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন