সমকালীন প্রতিবেদন : কলকাতা নাইট রাইডার্স-এর কোচিং স্টাফে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আগামী মরসুমের আগে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন চন্দ্রকান্ত পণ্ডিত। টানা তিন বছর কেকেআরের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলানোর পর তাঁর বিদায় ঘটল। ফলে নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে দল। আর সেই তালিকায় সবার উপরে উঠে এসেছে সহকারী কোচ অভিষেক নায়ারের নাম।
সম্প্রতি এশিয়া কাপের দল ঘোষণার দিন এক সম্প্রচারকারী চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া এবং সঞ্চালক রৌণক কপূরের সঙ্গে কথোপকথনের সময় নায়ার এমন ইঙ্গিত দেন যে, আগামী আইপিএলে কেকেআরের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ভার তাঁর উপরই থাকতে পারে। তাঁর এই মন্তব্য ঘিরেই জল্পনা শুরু হয়েছে যে, এবার কি প্রধান কোচের দায়িত্ব নিতে চলেছেন তিনি?
নায়ার দীর্ঘদিন ধরে কেকেআরে সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন। ২০২৪ সালে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার সময়ও তিনি দলের অংশ ছিলেন। যদিও গত বছর প্লে-অফে পৌঁছতে পারেনি দল। প্রতিযোগিতার মাঝপথে নায়ার কোচিং দলে ফিরলেও তাতে সাফল্য আসেনি। তবুও তাঁর অভিজ্ঞতা এবং দলের সঙ্গে নিবিড় সম্পর্কই এখন তাঁর পক্ষে সবচেয়ে বড় তুরুপের তাস।
তবে কিছু প্রশ্নও উঠছে। বর্তমানে কেকেআরের মেন্টর হিসেবে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। ফলে নায়ার মেন্টরের দায়িত্ব পাবেন না বলেই মনে করা হচ্ছে। সেই জায়গায় তাঁকে প্রধান কোচ করাই বেশি যৌক্তিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার অন্যদিকে, কয়েক মাস আগে মহিলাদের আইপিএলে ইউপি ওয়ারিয়র্স দলের প্রধান কোচ হয়েছেন নায়ার। ফলে একসঙ্গে দুটি দল সামলানো সম্ভব হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, গত মরসুমের আগে কেকেআরের প্রাক্তন মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর নায়ারকে ভারতীয় দলের সহকারী কোচ করা হয়েছিল। তবে কয়েক মাসের মধ্যেই তাঁর চাকরি যায়। সেই ধাক্কা কাটিয়ে ফের কেকেআরের কোচিং দলে ফিরে আসেন তিনি।
সব মিলিয়ে, কেকেআরের নতুন মরসুম শুরু হওয়ার আগে অভিষেক নায়ারের কোচ হওয়ার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি। শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট কোন সিদ্ধান্ত নেয়, তা সময়ই বলবে। তবে নায়ার দায়িত্ব পেলে তাঁর কোচিংয়ে কেকেআর আবার সাফল্যের মুখ দেখবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন