সমকালীন প্রতিবেদন : আগস্টের শেষ সপ্তাহে এসে ফের সক্রিয় হয়েছে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু। বৃহস্পতিবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার দুপুর আড়াইটে পর্যন্ত কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কলকাতার কিছু এলাকায় ঘণ্টায় ২–৩ সেন্টিমিটার প্রবল বৃষ্টি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই প্রবল বৃষ্টির প্রভাব অন্তত দু’ থেকে তিন ঘণ্টা স্থায়ী হতে পারে।
জুলাই মাসজুড়ে প্রবল বৃষ্টিপাত হলেও আগস্টের প্রথম সপ্তাহে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা দেয়। বৃষ্টি অনেকটাই কমে গিয়েছিল। তবে মাসের শেষদিকে এসে ফের সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওডিশার উত্তর দিক ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর প্রায় ৬ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
পাশাপাশি জয়সলমির, কোটা, দাতিয়া, সিধি, রাঁচি, বাঁকুড়া ও দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি মৌসুমি অক্ষরেখা ভূপৃষ্ঠ থেকে মাত্র দেড় কিলোমিটার উপরে অবস্থান করছে। এই দুটি আবহাওয়াগত পরিস্থিতির মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে।
আগামী ২৪ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শনিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
রবিবারও কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির এই সক্রিয়তা জনজীবনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষত শহরাঞ্চলে জলজটের সমস্যার আশঙ্কা রয়েছে। ফলে আবহাওয়া দফতর নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন