সমকালীন প্রতিবেদন : আইপিএল হল বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ। এটিকে সবথেকে দামি ক্রিকেট লিগও বলা চলে। তাই বিশ্বের সব ক্রিকেটারের স্বপ্ন থাকে আইপিএলে খেলার। ইচ্ছে থাকলেও অনেকেই আইপিএলে খেলার সুযোগ পান না। বিদেশি হোক বা ভারতীয়, কেউই ভালো পারফরম্যান্স না করলে নিলামে অবিক্রিত থেকে যান। এমন পরিস্থিতিতে আলোচনায় উঠে আসছে বেশ কিছু ক্রিকেটারের নাম। যদি দলগুলি কয়েকজন অভিজ্ঞ কিন্তু সাম্প্রতিক সময়ে ছন্দ হারানো এই ৫ জন ভারতীয় খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তাঁদের জন্য নিলামে ক্রেতা খুঁজে বের করা খুবই কঠিন হতে পারে।
এই তালিকায় প্রথমেই আসতে পারে অজিঙ্ক রাহানের নাম। কলকাতা নাইট রাইডার্স রাহানেকে দেড় কোটি টাকায় দলে অন্তর্ভুক্ত করেছিল গত মরশুমে। এছাড়াও, দল তাঁকে অধিনায়কত্বের দায়িত্বও দিয়েছিল। ৩৭ বছর বয়সী রাহানের ব্যাটিংয়ে পারফরম্যান্স মোটামুটি ছিল। তবে অধিনায়ক হিসেবে তিনি দলকে প্লে অফে নিয়ে যেতে পারেননি। কেকেআর পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে শেষ করেছিল। তাই তাঁকে দলে নাও রাখতে পারে নাইট শিবির।
তালিকার দ্বিতীয় নাম হতে পারেন বিজয় শঙ্কর। চেন্নাই সুপার কিংস তাঁকে নিলামের টেবিল থেকে ১ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছিল। তবে তাঁর পারফরম্যান্স হতাশাজনক ছিল। বিজয় একটি হাফসেঞ্চুরি সহ ৬ ম্যাচে মাত্র ১১৮ রান করেন। যেই কারণে আসন্ন মরসুমে চেন্নাই বিজয়কে দলে না রাখার কথা ভাবতেই পারে।
বাদ পড়ার তালিকার তৃতীয় নাম হতে পারে মোহিত শর্মা। গত আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মোহিতের বয়স এখন প্রায় ৩৭ বছর। গত আইপিএলে মোহিতের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। মোহিত ৮টি ম্যাচ খেলে প্রায় ১২৯-এর গড়ে এবং ১১ ইকনমি রেট রেখে মোটে ২ উইকেট নিয়েছিলেন। সেই কারণে তাঁকে আসন্ন সিজনে বাদ দিতে দিল্লি।
ইশান্ত শর্মাকেও আগামী আইপিএলে বাদ দিতে পারে ফ্র্যাঞ্চাইজি। এই অভিজ্ঞ ভারতীয় ফাস্টবোলার গত সিজনে গুজরাত টাইটান্স দলের ক্রিকেটার ছিলেন। ৩৭ বছর বয়সী ইশান্তের পারফরম্যান্স একেবারেই বলার মতো ছিল না। ইশান্ত ৭ ম্যাচে মাত্র ৪ উইকেট নিয়েছিলেন। তাঁর গড় প্রায় ৫২ এবং ওভার প্রতি ১১ রানের কাছাকাছি খরচ করেছেন। গুজরাত তাঁকে ছেড়ে দিলে নতুন দল না-ও পেতে পারেন।
এছাড়াও আগামী সিজনে বাদ পড়তে পারেন দীপক হুডা। গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটারের পারফরম্যান্স একেবারেই হতাশাজনক ছিল। দীপককে ৭টি ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়েছিল। দীপক তাতে মাত্র ৩১ রান করেন। তাঁর ব্যাটিং গড় মাত্র ৬.২০ এবং স্ট্রাইক রেট ৭৫.৬১ ছিল। পরের আইপিএলে তাঁকে রিটেন না করা হলে নতুন দল পাওয়া কঠিন হতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন