Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৯ আগস্ট, ২০২৫

‌বনগাঁয় নৌকা মেরামতের সময় জলে ডুবে মৃত্যু প্রাক্তন শিক্ষকের

Former-teacher

সমকালীন প্রতিবেদন : সাত সকালে নৌকা মেরামতের সময় জলে ডুবে মৃত্যু হলো এক প্রাক্তন শিক্ষকের। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার অন্তর্গত দীনবন্ধু নগর এলাকায়। মৃতের নাম নারায়ণ চন্দ্র সরকার (৮১)। তিনি পেশায় প্রাক্তন শিক্ষক হলেও শখ ছিল নৌকা চালানো ও নৌকা মেরামতের কাজে সময় কাটানো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ নারায়ণবাবু নৌকা সারাইয়ের জন্য নদীর ধারে যান। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি আর ফেরেননি। পরে এক প্রতিবেশী যুবক খোঁজাখুঁজি শুরু করলে দেখা যায়, তিনি নদীর জলে নিখোঁজ। তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীদের বক্তব্য, সদালাপী ও সহৃদয় এই মানুষটি অবসর জীবনে প্রায় প্রতিদিনই নৌকার সঙ্গে সময় কাটাতেন। তাঁর এই অকালপ্রয়াণে শূন্যতা তৈরি হলো গোটা মহল্লায়।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন