সমকালীন প্রতিবেদন : ভুয়ো ভোটারের অভিযোগ ঘিরে ফের সরগরম হল বাগদার রাজনৈতিক মহল। বুধবার এক সাংবাদিক সম্মেলনে বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর দাবি করেন, বয়রা পঞ্চায়েতের বিভিন্ন বুথে অন্তত ৭৭৫ জন ভুয়ো ভোটারের নাম রয়েছে। তাঁর অভিযোগ, নানা কারচুপি করে তাদের নাম তোলা হয়েছে ভোটার তালিকায়।
দুলাল বর অভিযোগ করেন, “কেউ জামাইবাবুকে বাবা বানিয়েছে, কেউ আবার শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে।” তিনি দাবি করেন, প্রকাশিত ভুয়ো ভোটারের তালিকায় বয়রা পঞ্চায়েতের তৃণমূল সংখ্যালঘু যুব মোর্চার সভাপতি জাবেদ খানের মামা ও জামাইবাবুর নামও রয়েছে।
অভিযোগ অনুযায়ী, রামনগর ১০৮ নম্বর বুথে জাবেদের তথাকথিত মামা কবিরুল খান, জাবেদের বাবা আসফাকুর খানের নাম বাবার জায়গায় বসিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে। আবার স্থানীয় বাসিন্দা মাসুদ খান শ্বশুরকে বাবা বানিয়ে নাম তুলেছে ভোটার তালিকায়। বর্তমানে মাসুদ বাংলাদেশের বাসিন্দা বলেও দাবি করেন দুলাল বর।
তবে এই অভিযোগ খারিজ করে জাবেদ খান জানান, কবিরুল খান নামে তাঁর কোনও মামা নেই। সম্ভবত ভুলবশত ওই নাম ভোটার তালিকায় উঠে এসেছে। এছাড়া বয়রা পঞ্চায়েতের ১০৫ নম্বর বুথে শফিকুল মণ্ডলও শ্বশুর আলী কদর মণ্ডলের নাম বাবার জায়গায় বসিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে বলে অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, ভুয়ো ভোটারের এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের শাসকদল পরিকল্পিতভাবে এই ধরনের কারচুপি করছে। অন্যদিকে তৃণমূল শিবির পাল্টা অভিযোগ তুলে বলছে, বিজেপি ইচ্ছে করেই বিভ্রান্তি ছড়াতে চাইছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী নির্বাচনের আগে এই ভুয়ো ভোটার বিতর্ক নতুন করে দুই শিবিরের মধ্যে সংঘাত বাড়াবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন