Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২০ আগস্ট, ২০২৫

এশিয়া কাপে বিরাট দায়িত্ব পেলেন শুভমন গিল

 

Asia-Cup

সমকালীন প্রতিবেদন : এশিয়া কাপের জন্য ভারতীয় দলে কে থাকবেন, কে বাদ পড়বেন তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। কারণ, দলের জার্সিতে অনেকেই সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করেছেন, অনেকেই আবার আইপিএল-এ নিজেদের জাত চিনিয়েছেন। ঠিক ছিল মঙ্গলবার দুপুর দেড়টার সময় দল ঘোষণা হবে। তবে এর জন্য প্রায় দেড় ঘণ্টা দেরিতে হয় স্কোয়াড ঘোষণা। মুম্বইয়ে বৃষ্টির কারণে দল নির্বাচনের বৈঠকে পৌঁছতে দেরি হয় প্রধান নির্বাচক আগরকর ও বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়ার। 

দলে শুভমন থাকবেন কি না সে দিকেই নজর ছিল প্রত্যেকের। অবশেষে দেখা গেল, শুভমনকে রেখেছেন নির্বাচকেরা। শুধু তাই নয়, তাঁকে সহ-অধিনায়কও করা হয়েছে। সূর্য যখন প্রথম ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হন, তখন শুভমন ছিলেন তাঁর ডেপুটি। কিন্তু গত দুটি সিরিজে শুভমন খেলেননি। তাঁর বদলে অক্ষর পটেলকে সহ-অধিনায়ক করা হয়েছিল। শুভমনকে নিজের পুরনো পদে ফেরানো হল।

নজর ছিল যশস্বী জয়সওয়ালের দিকেও। কিন্তু তাঁকে ১৫ জনের দলে নেওয়া হয়নি। স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। আইপিএলে ভাল পারফরম্যান্সের পরেও জায়গা পাননি শ্রেয়স আইয়ার। বাদ পড়েছেন রিয়ান পরাগও। দল ঘোষণার আগে শোনা যাচ্ছিল, রিঙ্কু সিং এই দলে সুযোগ পাবেন না। কিন্তু তাঁর উপর ভরসা রেখেছেন নির্বাচকেরা। কেকেআরের ব্যাটার রয়েছেন এশিয়া কাপের দলে। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে জায়গা পেয়েছেন জিতেশ শর্মা।

ভারত ক’জন অলরাউন্ডার নেয় সে দিকেও নজর ছিল। পেসার-অলরাউন্ডার হিসাবে খেলছেন হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে। স্পিনার অলরাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে অক্ষরকে। বিশেষজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। তিন বিশেষজ্ঞ পেসারকে নেওয়া হয়েছে এশিয়া কাপের দলে। জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিং এর পাশাপাশি দলে সুযোগ পেয়েছেন কেকেআরের পেসার হর্ষিত রানা।

১৫ জনের দলের পাশাপাশি পাঁচ ক্রিকেটারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। তাঁরা হলেন, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল। ১৫ জনের দলের মধ্যে কেউ চোট পেয়ে ছিটকে গেলে পরিবর্ত ক্রিকেটার হিসাবে এই পাঁচ জনের মধ্যে কাউকে নেওয়া হবে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন