সমকালীন প্রতিবেদন : ইয়ারফোন ব্যবহার করলেই কান শেষ? তার যুক্ত না কি ব্লুটুথ ইয়ারফোন, কোনটায় ঝুঁকি বেশি? কোনটির ব্যবহার কানের জন্য বেশি ক্ষতিকর? আপনি কি জানেন ইয়ারফোন থেকে কানে সংক্রমণ ঘটতে পারে? তখন কিন্তু বড় বিপদ। তাই ইয়ারফোন ব্যবহারের আগে কিছু সাবধানতা প্রয়োজন। জানা দরকার আপনার জন্য কোনটা 'সেফ'?
মোবাইলের মতোই ইয়ারফোন ছাড়া মানুষ যেন অচল। ইয়ারফোনের ব্যবহার সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। কিন্তু কিভাবে ব্যবহার করবেন? কিভাবে ব্যবহার করলে কান ঠিক থাকবে আপনার? সেগুলো জানা জরুরী। দেখা যাচ্ছে, অনেকেই উচ্চস্বরে ইয়ারফোন ব্যবহার করেন। আর তার ফলে পাল্লা দিয়ে বাড়ছে কানের সমস্যা। যদিও এক্ষেত্রে ইয়ারফোনের ধরণ নিয়েও আলোচনা করা দরকার।
ইয়ারফোন মূলত দু’ধরনের হয়। তার যুক্ত এবং ওয়্যারলেস বা ব্লুটুথ। অনেক সময়ে বলা হয়, ব্লুটুথ ইয়ারফোনে ক্ষতি হয়। সত্যিই কি তাই? তারযুক্ত ইয়ারফোন থেকে কানে কি সমস্যা হতে পারে না? সম্প্রতি একটা গবেষণাপত্রে কিন্তু জানা গিয়েছে, ১৮ থেকে ২৬ বছর বয়সি শিক্ষার্থীদের একটা বড় অংশকে কানের সমস্যায় ভুগছে। তাঁদের মধ্যে প্রায় ৮৯.৩ শতাংশ শিক্ষার্থী কানের ব্যথা, চুলকানি এবং কানে ময়লা বৃদ্ধির সমস্যার কথা জানিয়েছেন ইতিমধ্যেই।
একইসঙ্গে এটাও জানা গিয়েছে, যাঁরা তার-যুক্ত ইয়ারফোন ব্যবহার করেছেন, তাঁদের ক্ষেত্রে সমস্যা সবচেয়ে বেশি গবেষণাপত্রে জানা গিয়েছে, ১৮ থেকে ২৬ বছর বয়সি শিক্ষার্থীদের একটা বড় অংশ কানের সমস্যার দেখা দিয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৮৯.৩ শতাংশ শিক্ষার্থী কানের ব্যথা, চুলকানি এবং কানে ময়লা বৃদ্ধির সমস্যার কথা জানিয়েছেন। এমনকি জানা গিয়েছে, যাঁরা তার-যুক্ত ইয়ারফোন ব্যবহার করেছেন, তাঁদের ক্ষেত্রে সমস্যা সবচেয়ে বেশি দেখা গিয়েছে।
এক্ষেত্রে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ইয়ারফোন নিয়মিত পরিষ্কার না করানো হলে, তার মধ্যে কানের ময়লা জমতে থাকে। তা থেকেই মূলত কানে সংক্রমণ ঘটতে পারে যখন তখন। তাছাড়া তার-যুক্ত ইয়ারফোনগুলো ব্লুটুথ ইয়ারফোনের মতো কোনও বাক্সের মধ্যে থাকে না। ফলে তার মধ্যে সহজেই ময়লা বা নোংরা জমে। তার মধ্যে ক্ষতিকারক জীবাণুও বাসা বাঁধতে পারে। এর ফলে সেগুলো ব্লুটুথ ইয়ারফোনের থেকেও বেশি ক্ষতিকারক হয়ে উঠতে পারে। তাই ব্যবহারের আগে ভালো করে বুঝে নিন বিষয়টা।
আবার ব্লুটুথ ইয়ারফোন থেকেও মাথা ব্যথা এবং রক্তচাপের তারতম্য ঘটতে পারে। মানে ব্লাডপ্রেসার এর সমস্যা। অনেকেই আবার ইয়ারফোন অন্যকে ব্যবহার করতে দেন। তার ফলেও যন্ত্রটির মাধ্যমে সংক্রমণ ঘটতে পারে। অতএব, ইয়ারফোন অপ্রয়োজনে এড়িয়ে চলুন। আর খুব প্রয়োজন মনে হলে দেখে শুনে ব্যবহার করুন নিজের কানের অবস্থা বুঝে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন