সমকালীন প্রতিবেদন : স্বাধীনতা দিবসের বিশেষ ক্ষণে সামাজিক উদ্যোগ গ্রহণ করল বনগাঁর চাকদা রোডের 'সিনহা ট্রাভেল প্রো' নামের ব্যাগের শোরুম কর্তৃপক্ষ। বনগাঁ এলাকার কয়েকজন দুস্থ পড়ুয়ারাই ছিল এদিনের প্রধান চরিত্রে। উদ্বোধনী দিনে প্রথমেই তাদেরকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হল কর্মসূচির। এরপর খুদে পড়ুয়াদের হাত দিয়ে ফিতে কেটে শোরুমের উদ্বোধন হলো।
সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই শোরুমে এক ছাদের নিচে মিলবে বিভিন্ন নামিদামি কোম্পানির স্কুল ব্যাগ, ট্রাভেল ব্যাগ, হ্যান্ডব্যাগ, লাগেজ, ট্যুরিস্ট ব্যাগসহ নানান ধরনের ব্যাগের সমাহার। মান ও ডিজাইনের দিক থেকে ব্যাগের সংগ্রহ এখানে একেবারেই আলাদা। এদিন শোরুম কর্তৃপক্ষের তরফে ৩০ জন দুস্থ পড়ুয়ার হাতে স্কুল ব্যাগ, পড়াশোনার সামগ্রী ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।
শোরুমের প্রধান কর্তা রতন সিনহা জানান, “আমরা শুধু ব্যবসা নয়, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে চাই। মানসম্পন্ন পণ্য এবং সাশ্রয়ী দামে সেরা পরিষেবা দেওয়াই আমাদের অঙ্গীকার। পাসাপাশি, সামাজিক কাজ হিসেবে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাঁড়াতে চাই। এটা আমাদের সামাজিক দায়িত্ব। তাই তাদেরকে উৎসাহিত করতে তাদের হাত দিয়ে শোরুমের উদ্বোধনের ভাবনা মাথায় আসে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন