Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নানা অনুষ্ঠানের মাধ্যমে বনগাঁয় স্বাধীনতা দিবস পালন

 ‌

Independence-Day-celebration

সমকালীন প্রতিবেদন :শুক্রবার দেশ জুড়ে পালিত হলো স্বাধীনতা দিবস। আর এই বিশেষ দিনটিকে প্রতিবারের মতো এবারেও বনগাঁর একাধিক সংগঠনের পক্ষ থেকে সামাজিক কাজের মাধ্যমে সম্মান জানানো হলো। পাশাপাশি বনগাঁ পুরসভার উদ্যোগে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হলো।

এদিন সকালে বনগাঁ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। নিউ মার্কেট থেকে শুরু করে বাটা মোড়, কোর্ট রোড, স্কুল রোড, চাকদা রোড হয়ে শোভাযাত্রা প্রতাপগড় এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় পুরুষ, মহিলা নির্বিশেষে অংশ নেন। এদিনই আইসিইউ সুবিধাযুক্ত অত্যাধুনিক অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করা হয়। এরপর রক্তদান শিবিরে ৯৫ জন রক্ত দান করেন।

অন্যদিকে, বনগাঁর অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা নির্ভয়ার উদ্যোগে এবছরও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবছর এই সংস্থা ১০ বছরে পা দিল। আর সেই উপলক্ষ্যে এদিন শ্রমিক মঙ্গল কেন্দ্রে আয়োজিত রক্তদান শিবিরে ৪০ জন রক্ত দান করেন। সংস্থার পক্ষ থেকে রক্তদাতা এবং অতিথিদের হাতে অন্যান্য সামগ্রীর পাশাপাশি মূল্যবান গাছের চারা তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষে দীপাঞ্জয় দত্ত জানান, সারা বছর নানা সামাজিক কাজের পাশাপাশি রক্তদান শিবির করাও আমাদের একটি সামাজিক দায়িত্ব।

এদিন বনগাঁ পুরসভার উদ্যোগে নীলদর্পণ হলের সামনে স্বাধীনতা দিবস পালন করা হয়। সেখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং স্কুলের পড়ুয়ারা। এদিন মহকুমার বিভিন্ন থানা, মহকুমা প্রশাসনিক কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিনটিকে শ্রদ্ধা জানানো হয়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন