সমকালীন প্রতিবেদন : ভারতীয় দলের তারকা ক্রিকেটার, বিশ্বের সেরা ব্যাটারদের অন্যতম তিনি। পুরুষ নয়, মহিলা ক্রিকেটের সুপারস্টার তিনি। সেই স্মৃতি মন্ধনাকে নিয়ে ভক্তদের মহলে চর্চার শেষ নেই। হবে নাই বা কেন, তাঁর ভক্তের সংখ্যাটা নেহাত কম নয়। টিম ইন্ডিয়া থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, প্রতিটি দলেই নিজের ব্যাটিং এবং ক্যাপ্টেন্সির ক্ষুরধার চমক দিয়ে ভক্তদের মনে দাগ কেটে গিয়েছেন বারেবারে।
আর এবার তিনি নিজের জীবনের এক বড় অধ্যায় নিয়ে দিলেন এক বড় চমক। আর সেটা স্মৃতির প্রেমজীবন নিয়ে। পাঁচ বছরের সম্পর্ক অবশেষে জনসমক্ষে। ২০২০ সাল থেকে প্রেম চলছে, কিন্তু এত দিন তা ছিল পর্দার আড়ালে। অবশেষে সেই পর্দা উঠল স্মৃতি মন্ধনার ২৯তম জন্মদিনে। বলিউডের সঙ্গীত পরিচালক পলাশ মুচ্চলের সঙ্গে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়কের প্রেমের সম্পর্ক এবার প্রকাশ্যে এল।
জন্মদিন উপলক্ষে পলাশ একটি বিশেষ পোস্ট করেন সমাজমাধ্যমে। সেখানে স্মৃতিকে উদ্দেশ্য করে লেখেন, “একদম প্রথম থেকে তুমিই আমার শান্তি এবং উচ্ছ্বাস। তুমিই আমার সবচেয়ে বড় চিয়ার লিডার, আমার শক্তি। তুমি আমাকে শেখাও চাপের মধ্যেও কীভাবে শান্ত থেকে এগিয়ে যেতে হয়। শুভ জন্মদিন, স্মৃতি।”
লেখার শেষে ভালবাসার ইমোজিও জুড়েছেন তিনি। স্মৃতি-ও ভালবাসার ইমোজি দিয়ে উত্তর দিয়েছেন সেই পোস্টে। এই আদানপ্রদানেই একরকম নিশ্চিত হল তাঁদের সম্পর্কের কথা। প্রসঙ্গত, গত ২২ মে স্মৃতি প্রথমবার পলাশের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। সেদিন ছিল পলাশের জন্মদিন। তখন থেকেই গুঞ্জন শুরু হয়। তবে শুক্রবারের পোস্টে সেই গুঞ্জন পেল বাস্তবতার সিলমোহর।
এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছেন স্মৃতি মন্ধনা। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের পরে শুরু হয়েছে একদিনের সিরিজ। ভারতীয় দলে একজন নির্ভরযোগ্য ওপেনার হিসাবে স্মৃতি দীর্ঘদিন ধরেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন। মিতালি রাজের পর একদিনের ক্রিকেটে ৪৫০০ রানের গণ্ডি ছুঁয়ে তিনিই এখন ভারতের দ্বিতীয় মহিলা ব্যাটার।
সেই সূত্রেই তিনি বর্তমান সময়ে মহিলা ক্রিকেট বিশ্বের এক তারকা। এতদিন শুধু খেলার কারণেই থাকতেন আলোচনার কেন্দ্রে। আর এবার স্মৃতি উঠে এলেন প্রেম জীবনের একটা অন্য ফ্লেভার নিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন