Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৩ জুলাই, ২০২৫

নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে, দক্ষিণবঙ্গে টানা ঝড়বৃষ্টির সতর্কতা

 

Heavy-rain-warning

সমকালীন প্রতিবেদন : বঙ্গোপসাগরের উপর ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, আর তার সরাসরি প্রভাব পড়তে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের দক্ষিণাঞ্চলে চলবে টানা ঝড়বৃষ্টি। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগরের উপর আগামী ২৪ ঘণ্টার মধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের ৪৮ ঘণ্টায় সেই অঞ্চলে নিম্নচাপের রূপ নিতে পারে এই ঘূর্ণাবর্ত। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে, যার ফলে ঝড়বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেড়ে যাবে।

এবার জেনে নেওয়া যাক রাজ্যের কোন জেলায় আবহাওয়ার কেমন সতর্কতা জারি করা হয়েছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০-৪০ কিমি/ঘণ্টা গতির ঝড়ের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্বাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ বাকি জেলাগুলি ভারী বৃষ্টির সম্ভাবনা, হলুদ সতর্কতা জারি।

শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় জারি হয়েছে কমলা সতর্কতা। এই দিন হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের অন্যান্য জেলাতেও বজায় থাকবে ঝড়বৃষ্টি। শনিবার হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়ে যাচ্ছে।

রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি অংশে বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ঝড়বৃষ্টি বজায় থাকবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের আট জেলাতে আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হতে পারে। সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপ ও সমুদ্রের অবস্থান বিবেচনা করে বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে এবং ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন