Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

আবার একবার শুভমনের প্রেম নিয়ে চর্চা তুঙ্গে

 

Shubham-love

সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেটের রাজপুত্র শুভমান গিল। তিনি বিরাট কোহলির পর আগামী সম‌য়ের সবচেয়ে জনপ্রিয় তারকা হয়ে উঠতে চলেছেন বলে ক্রিকেট ভক্তরা মনে করছেন। ইতিমধ্যেই এই তারকা ব্যাট হাতে প্রতিভা প্রকাশের সঙ্গে সঙ্গে অধিনায়ক হিসাবেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। বর্তমানে তিনি ইংল্যান্ড সফরে ভারতীয় দলকে টেস্ট সিরিজে নেতৃত্ব দিচ্ছেন। অন্যদিকে, এই তরুণ ক্রিকেটারের সঙ্গে শচীন তেন্ডুলকারের কন্যা সারা তেন্ডুলকারের প্রেমের সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। এবার শুভমান গিলের সঙ্গে সারা তেন্ডুলকারের ছবি আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো।

রোহিত শর্মার পর ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। তিনি বর্তমানে ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও রীতিমতো বিধ্বংসী ফর্মে রয়েছেন। এবার এর মধ্যেই সারা তেন্ডুলকারের সঙ্গে ভারতীয় তরুণ অধিনায়কের ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই আবারও দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি শুরু হয়েছে। ৮ জুলাই লন্ডনে ভারতীয় প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং তাঁর ইউভিক্যান ফাউন্ডেশনের জন্য একটি চ্যারিটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন।

২০১১ সালের পর যুবরাজ ক্যান্সারের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠেন। এরপরই তিনি ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং রোগীদের আর্থিক সাহায্যের জন্য ইউভিক্যান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সম্প্রতি এই অনুষ্ঠানে একাধিক তারকা ক্রিকেটার উপস্থিত ছিলেন। সারা তেন্ডুলকার এবং শুভমান গিলকেও দেখতে পাওয়া যায়। ভারতীয় তরুণ অধিনায়ক হাসি মুখে সারার দিকে তাকিয়ে আছেন এইরকম ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। ফলে আবারও দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনায় মেতে উঠেছেন ক্রিকেট ভক্তরা।

উল্লেখ্য, শচীন-কন্যার সঙ্গে ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’এর সম্পর্ক নিয়ে জল্পনা তো আজ থেকে নয়। কখনও স্টেডিয়ামে উপস্থিত হন সারা। সেটা যে শুধুমাত্র শুভমানের টানেই, সেরকম কানাঘুষোও চলে। আবার কখনও শুভমানের সঙ্গে জুড়ে যায় আরেক সারার নাম। তিনি সারা আলি খান। যদিও নিজের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি শুভমান। তবে কিছুদিন আগে ভারত অধিনায়ক নিজেকে সিঙ্গেল বলে দাবি করেছিলেন। ভিডিও দেখে নেটিজেনদের প্রশ্ন, সেই দাবি কি আদৌ সত্যি? প্রশ্নটা রয়েই যাচ্ছে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন