সমকালীন প্রতিবেদন : নিম্নচাপ এখন সরেছে ঝাড়খণ্ডের দিকে এবং ধীরে ধীরে তা আরও গিয়ে পৌঁছবে ছত্তীসগড়ে। এর জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতি এখনও বেহাল।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর—এই জেলাগুলিতে ১৩ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত একাধিক দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
১১ ও ১২ জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ জুলাই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ১৪ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পুরুলিয়ায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ১৫ জুলাই নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের ক্ষেত্রে ১১ এবং ১২ জুলাই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ১৩ থেকে ১৬ জুলাই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং সহ বিভিন্ন জেলায় একাধিক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
গত কয়েক দিনের তুলনায় বৃষ্টি কিছুটা কমলেও আকাশ এখনও পুরোপুরি পরিষ্কার নয়। দক্ষিণবঙ্গে যেখানে কিছুটা স্বস্তির ইঙ্গিত, সেখানে উত্তরবঙ্গে ফের প্রবল বৃষ্টির আশঙ্কা। আগামী সপ্তাহে রাজ্যের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন