সমকালীন প্রতিবেদন : গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরই কুড়ির ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা। তাঁর নেতৃত্বেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। চলতি বছর ইংল্যান্ড সফরের আগে আচমকাই এই টেস্ট ফরম্যাটকেও বিদায় জানিয়েছিলেন হিটম্যান। ইংল্যান্ডে শুভমন গিলকে অধিনায়ক নির্বাচিত করে পাঠানো হয়।
আগামী ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিত ও বিরাট দুজনেই এই মুহূর্তে ওয়ান ডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে কিন্তু চাঞ্চল্যকর এক দাবি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, আগামী অস্ট্রেলিয়া সিরিজে ওয়ান ডে ফরম্যাটে রোহিত শর্মা নয়, শুভমন গিলকে নেতৃত্বভার দেওয়া হবে। গিলকেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য অধিনায়ক বেছে নেওয়া হয়েছে।
সূত্রের খবর, বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মধ্যে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা রয়েছে। যা আগস্ট মাসে হওয়ার কথা। আর সেই সিরিজেই তাহলে দেখা যেতে পারে বিরাট ও রোহিতকে। আপাতত যা খবর, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ পিছিয়ে যাচ্ছে। আগে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল আগামী আগস্টে।
তবে আপাতত আগস্ট মাস পর্যন্ত সেই সিরিজ হচ্ছে না। দু দেশের রাজনৈতিক সম্পর্কের অচলাবস্তার জন্যই পিছিয়ে যাচ্ছে সিরিজ। এই পরিস্থিতিতে বিসিসিআই ও শ্রীলঙ্কা বোর্ডের মধ্যে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। তাতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত করা যাবে। এদিকে, ব্যাটের পাশাপাশি গিলের অধিনায়কত্বও হয়তো মন জিতেছে নির্বাচকদেরও। তার উপর পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ২০২৭ সালে। তাই এখন থেকেই অধিনায়ক বদলে নতুন করে সেই প্রতিযোগিতায় জিততে ঝাঁপাতে চাইছে বোর্ড। গুঞ্জন তেমনটাই।
কেবল তাই নয়, রোহিত-কোহলিরা আদৌ বিশ্বকাপের দলে থাকবেন কিনা সংশয় তা নিয়েও। ঠিক ছিল, সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। কিন্তু পিছিয়ে গিয়েছে সেই সিরিজ। আপাতত নভেম্বরের আগে আর মাঠে নামা হবে না ভারতীয় ক্রিকেটের দুই মেগাস্টারের। সেই সময় অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা ভারতের। মনে করা হচ্ছে, বছর দেড়েক সময়ে রানের মধ্যে না থাকতে পারলে হয়তো বিশ্বকাপ স্কোয়াডেও দেখা যাবে না রোহিত-কোহলিকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন